সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

ফে’র বড়সড় রেল দু’র্ঘ’ট’না, একসাথে লাইনচ্যুত ১৬ টি ব’গি

সদ্য উত্তরবঙ্গে ভয়াবহ রেল দুর্ঘটনা ঘটে গিয়েছে। মৃত্যু হয়েছে ৯ জনের। আহত হয়েছেন বহু মানুষ। এরই মধ্যেই উত্তরপ্রদেশের মথুরা জেলায় দিল্লি-মথুরা রেল সেকশনে বড়সড় রেল দুর্ঘটনা ঘটল।

গতকাল শুক্রবার গভীর রাতে সেখানে একটি মালগাড়ি লাইনচ্যুত হয়ে 16 টি বগি নিচে পড়ে গিয়েছে; ফলে বহু ট্রেনকে অন্যরূপে দিয়ে চালানো হচ্ছে। আগ্রা সেকশনের রেলের মুখপাত্র জানিয়েছেন, মালগাড়ি চিত্তুর নিম্বা স্টেশন থেকে সিমেন্ট বোঝাই করে মথুরা হয়ে গাজিয়াপুর যাচ্ছিল। গতকাল রাত সাড়ে এগারোটা নাগাদ ঘটনাটি ঘটে।

প্রসঙ্গত, রেল দুর্ঘটনা এড়াতে সাম্প্রতিককালে একাধিক ব্যবস্থা নেওয়া হয়েছে রেল মন্ত্রকের তরফে। সিগন্যালিং সিস্টেম থেকে শুরু করে সব ক্ষেত্রেই নজরদারি বাড়ানো হয়েছে। গত কয়েক বছরে খুব বড় দুর্ঘটনার নজিরও নেই। তবে এখন বেশি করে ট্রেন দুর্ঘটনা হওয়ার ফলে প্রশ্নচিহ্ন থেকে যাচ্ছে।