সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

মুরগি-কে কি পশু হিসেবে গণ্য ক’রা যা’য়? গুজরাট হাইকোর্টে জ’ন’স্বা’র্থ মা’ম’লা, তোলপাড় আদালত!

মুরগি নিয়ে মামলা উঠলো আদালতে। বলা ভাল, মুরগির অস্তিত্ব নিয়ে মামলা উঠলো আদালতে। মুরগি কি আদৌ একটি পশু এক জনস্বার্থ মামলা দায়ের করা হলো গুজরাট আদালতে। রাস্তার উপরে অবস্থিত মুরগি দোকানের পাখিগুলিকে মারা নিয়ে আপত্তি করে মামলা দায়ের করা হয়েছিল পোল্ট্রি ব্যবসায়ী এবং মুরগির দোকানের মালিকরা যথেচ্ছ ভাবে মুরগি মারছিলেন।

শেষ পর্যন্ত তাদের দোকান বন্ধ করে দেওয়া হয় এখন রাস্তায় হয়েছে তাদের দোকান। অহিংসা মহাসংঘ ও পশু কল্যাণ ফাউন্ডেশন এই মামলা দায়ের করেছে আদালতে গুজরাট হাইকোর্টে মুরগির দোকানে মুরগির নিধনে নিষেধাজ্ঞা জারি করা হয়েছিল। আদালত জানিয়ে দিয়েছিল পরিচ্ছন্ন তার দিকে নজর দিতে হবে প্রতিটি পোল্ট্রির দোকানকে।

নিয়ম ভাঙ্গার অভিযোগে মুরগির দোকানগুলি বন্ধ করে দেওয়ার নির্দেশ দেওয়া হয় আদালতের তরফে। এরপর গুজরাটের অনেক পৌরসভা এলাকায় তাদের মুরগির দোকানগুলি বন্ধ করে দেওয়া হয়। তার মধ্যে প্রথমেই রয়েছে সুরাট পৌরসভা।

আরো খবর: এবার সত্যি সত্যি মানুষকেই আ’ক্র’ম’ণ করলো বা’র্ড ফ্লু, কতটা বি’প’দ’জ্জ’ন’ক এই ভা’ই’রা’স?

কসাইখানায় মুরগি কাটা হয় না দোকানে মুরগি কেটে তার ব্যবসা করা হয়। মুরগি কি আদৌ একটা পশু এক জনস্বার্থ মামলায় এমনটাই প্রশ্ন উঠেছে গুজরাট আদালতে। যদিও আদালতে সেই রায় এখনও প্রকাশিত হয়নি তবুও আইনজীবী জানিয়েছেন মুরগিকে পশু হিসেবেই ধরা হয়।

যেহেতু মুরগিকে আমরা খাদ্য হিসেবে গ্রহণ করি তাই পশু খাদ্য বলা যেতে পারে। মুরগি কাটার এবং মুরগির মাংস বিক্রি করবার ক্ষেত্রে কিছু স্বাস্থ্য সংক্রান্ত নির্দেশিকা মেনে চলা একান্ত প্রয়োজন। তা না হলে আজীবনকালের জন্য বন্ধ থাকবে এই মুরগির দোকানগুলি।