সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

আরব সাগরে ONGC-র হেলিকপ্টার ভে’ঙে পড়লো, এই ঘ’ট’না নিয়ে স’ব জায়গায় চ’র্চা

মঙ্গলবার ওএনজিসি’র হেলিকপ্টার আরব সাগরে ভেঙে পড়ায় নিহত হয়েছিলেন ৪ ওএনজিসি কর্মী। এমনকি কোনও ক্রমে উদ্ধার করা হয় ৫ জনকে। ওএনজিসি সূত্রে খবর, একটি পবন হংস হেলিকপ্টারের ৯ জন ওএনজিসি কর্মী নিয়ে সাগর কিরণ রিগে নামার কথা ছিল।

মাঝ পথে আচমকা সেটি জরুরী অবতরণের চেষ্টা করে। জরুরী অবতরণের সময় মুম্বই থেকে ৬০ নটিক্যাল মাইল দূরে এবং রিগের ল্যান্ডিং জোন থেকে প্রায় ১.৫ কিলোমিটার দূরে সমুদ্রে পড়ে কপ্টারটি। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে রওনা দেয় উপকূল রক্ষী বাহিনী।

উপকূল রক্ষী বাহিনীর একটি হেলিকপ্টার এবং ওএনজিসি আরো একটি হেলিকপ্টার উদ্ধারকাজে নামে। ঘটনাস্থল থেকে চার জনের মৃতদেহ উদ্ধার হয় আরো পাঁচজনকে জীবিত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়।

কি কারণে এই দুর্ঘটনা ঘটলো তা এখনও স্পষ্ট করে কিছু জানানো হয়নি তবে প্রাথমিক তদন্তে মনে করা হচ্ছে যান্ত্রিক কোন ত্রুটির কারণে এই দুর্ঘটনা ঘটে কোন ভাবে হেলিকপ্টার এর উপর নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেছিলেন চালক যে কারণে সেটি ক্রাশ লান্ডিং হয় বলে মনে করা হচ্ছে।

বায়ুসেনা সূত্রে খবর, গোটা ঘটনার তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে। তবে,এই দিনের ঘটনা হেলিকপ্টার দুর্ঘটনায় সস্ত্রীক ‘চিফ অব ডিফেন্স স্টাফ’ বিপিন রাওয়াতের মৃত্যুর স্মৃতি উসকে দিয়ে উসকে দিয়েছে।