সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

হাভার্ড অথবা অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে কি পড়তে ইচ্ছুক? এবার কম টা’কা’য় ভারতে থেকেই মি’ল’বে সু’যো’গ!

বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (UGC) এবার উচ্চশিক্ষার জন্য নয়া প্রস্তাব আনতে চলেছে। অক্সফোর্ড, ইয়েলের মতো বিশ্ববিখ্যাত শিক্ষা প্রতিষ্ঠানের ক্যাম্পাস তৈরি হবে এ দেশেই। কয়েকটি বিশ্ববিদ্যালয়কে বেছে এ প্রসঙ্গে একটি খসড়া করা হয়েছে।

তা বাস্তবায়িত হলে অনেকটা কম খরচে বিশ্বমানের শিক্ষার সুযোগ পাবেন এ দেশের পডুয়ারা। পাশাপাশি ওইসব প্রতিষ্ঠানের সার্টিফিকিটও মিলবে। অক্সফোর্ড, স্ট্যানফোর্ড, হার্ভার্ড কিংবা ইয়েল বিশ্ববিদ্যালয়ে পড়ার স্বপ্ন তো থাকে অনেকেরই।

মেধা আর যোগ্যতার ভিত্তিতে যদি বা সেসব শিক্ষা প্রতিষ্ঠানের প্রবেশিকা পরীক্ষায় পাশ করা যায়, তারপর সেখানে যাওয়ার খরচ নিয়ে ভাবতে হয় পড়ুয়াদের। মধ্যবিত্ত অথচ উচ্চ মেধার বহু পড়ুয়ার স্বপ্নই অধরা থেকে যায় স্রেফ অর্থাভাবে।

আরো খবর: এবার জাঁ’কি’য়ে শীত বাংলা জু’ড়ে, জেলায় জেলায় কুয়াশার দা’প’ট, প্র’চ’ন্ড কাঁ’প’ছে উত্তরবঙ্গ

তাঁদের কথা ভেবেই এবার যুগান্তকারী সিদ্ধান্ত নিচ্ছে ইউজিসি। বিদেশের কয়েকটি বিশ্ববিদ্যালয়ের সঙ্গে কথাবার্তা বলার পর তাদের ক্যাম্পাস এবার তৈরি হতে চলেছে ভারতের মাটিতে। তাহলে উচ্চাকাঙ্ক্ষী পড়ুয়ারা সহজে কম খরচে উচ্চমানের শিক্ষালাভ করতে পারবেন।

তবে সংরক্ষণের ভিত্তিতে ভরতির বিষয়টি ইউজিসি নিজেদের হাতে রাখেনি।  বলা হয়েছে, যদি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ মনে করে তবে সংরক্ষণের নিয়ম চালু করতে পারে।

সে যাই হোক, ইউজিসির এই পদক্ষেপ বাস্তবায়িত হলে এদেশের মেধাবী পড়ুয়াদের কাছে বিশ্বমানের শিক্ষাগ্রহণ কতখানি সুবিধার হবে, তা বলাই বাহুল্য। তাই পড়ুয়ারাও এর অপেক্ষায়।