সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

কলকাতা বিমানবন্দরে কুকুরের আ’তং’ক, একের পর এক যাত্রীকে কা’ম’ড়ে চলেছে

আমাদের দৈনন্দিন জীবনে আমরা একটু দূরের সফর মানেই বিমান ব্যাবস্থার উপর নির্ভর করি। চটজলদি চলে যাওয়া যায় নিজের গন্তব্যে। আর সেই বিমান বন্দরকে কেন্দ্র করেই ঘটলো এক আতঙ্কজনক ঘটনা। শোনা যায়, দুই বিমান যাত্রীকে কলকাতা বিমানবন্দরে কুকুরে কামড়ে দেয় অপ্রত্যাশিত ভাবেই। ঠিক কি ঘটেছিল সেদিন আসুন একটু জেনে নেওয়া যাক।

গত বুধবার বিমান ধরতে বেলা ১.৩০ নাগাদ দমদম বিমাবন্দরে যান আগরতলার বাসিন্দা পুনম দেবী। যদিও তাঁর বিমান তিনটে নাগাদ ছিল তবুও বোর্ডিংয়ের জন্য একটু আগেই তিনি পৌঁছে যান।আর সেখানেই সন্মুখীন হতে হয় তাঁকে এক আতঙ্কজনক ঘটনার। বিমানবন্দরে ঢোকার আগেই কোথা থেকে এক কুকুর এসে তাঁকে কামড়ে দেয়।

ঘটনা টা এতটাই আচমকা হয় যে সে নিজে সাবধান হওয়ার সুযোগ টুকুও পায়না। তাঁকে যন্ত্রণায় ছটপট করতে দেখেন সি আর পি এফ কর্মীরা। ছুটে আসেন তারা কি হয়েছে দেখার জন্য। আর এসে দেখেন ওই যাত্রীকে কুকুরে কামড়ে দিয়েছে, তারা তক্ষুনি তাঁর(পুনম দেবীর) চিকিৎসার ব্যবস্থা করেন।

আরো পড়ুন: একবারে তিনদিনের ছুটি, ন’য়া নি’র্দে’শি’কা জা’রি করলো নবান্ন

পুনম দেবীকে নিয়ে যাওয়া হয় দমদম বিমানবন্দরের ঠিক করে রাখা চিকিৎসকের কাছে। কিন্তু এখানেই শেষ নয়,কিছু সময় পর এই ঘটনা আবার ঘটতে দেখা যায়। আরও এক যাত্রীর সাথেও ঘটে একই কাণ্ড। দিলীপ বল নামের এক যাত্রী মুম্বাই যাওয়ার জন্য একটু তাড়াতাড়িই মালপত্র সমেত বিমানবন্দরে এলে তাঁকেও সেই কুকুরটি কামড়ে দেয়।

তাঁর আর্তনাদ শুনতে পেয়ে আশেপাশের লোকজন ছুটে আসে,দেখে আবার একই ঘটনা ঘটেছে।জানা যায়, তাঁর আঘাত এতটাই গুরুতর ছিল যে, সে বিমান অবধি ধরতে পারেন নি। তাঁকে ফিরে যেতে হয় শেষ পর্যন্ত। তবে আগরতলার বাসিন্দা পুনম দেবী, তাঁর আঘাত একটু কম হওয়ায় ধরতে পেরেছিলেন বিমান, কুকুর কামড়ানোর পরেও।

এরপর যাত্রীরাও জানান যে, দমদম বিমানবন্দরে বিশেষ করে এক নম্বর ও তিন নম্বর গেটের কাছে দেখা গেছে ওই কুকুরটিকে।
বিমান কর্তৃপক্ষের কাছ থেকে এই বিষয়টা নিয়ে জানতে চাইলে তাঁরা বলেন যে, সমস্ত বিষয় টা নিয়েই অতিসত্বর পদক্ষেপ নেওয়া হবে, দেখা হবে কিভাবে ওই সারমেয় বিমানবন্দরে ঢুকে পড়ছে।

সংশ্লিষ্ট পুরসভার নির্দিষ্ট বিভাগেও জানানো হয়েছে ব্যাপারটি খতিয়ে দেখা হচ্ছে সব কিছু। এছাড়াও, যাত্রীদের কাছ থেকে জানা যায় ৯ই জুলাই এই একই ঘটনা ঘটে। সেদিনও এক যাত্রীকে কামড়ে দেয় কুকুরে।

বারবার একই ঘটনা ঘটায় আতঙ্কিত বিমান যাত্রীরা। তারা রীতিমত ওই গেট গুলি ব্যাবহার করতে ভয় পাচ্ছেন। যাত্রীরা জানান আরো বেশি নিরপত্তার দিকে নজর দেওয়া উচিত বিমান কর্তৃপক্ষের,যাতে এমন অপ্রত্যাশিত ঘটনা না ঘটে পুনরায়।