সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

শিলিগুড়ি’র পর এবার বা’জা’র ব’ন্ধ রা’খা’র সি’দ্ধা’ন্ত নি’ল নকশাল’বাড়ি ব‍্যব’সায়ী স’মি’তি

শিলিগুড়ির পর এবার বাজার বন্ধ রাখা সিদ্ধান্ত নিল নকশালবাড়ি ব‍্যবসায়ী সমিতি

রাজ্যে করোনার উর্ধমুখী গ্রাফ। শিলিগুড়ির পর এবার নকশালবাড়ি পুরো বাজার সপ্তাহে একদিন বন্ধ রাখা সিদ্ধান্ত নিল নকশালবাড়ি ব‍্যবসায়ী সমিতি।

সোমবার নকশালবাড়ি ব্লক প্রশাসন, নকশালবাড়ি পঞ্চায়েত ও নকশালবাড়ি ব‍্যবসায়ী সমিতির যৌথ উদ‍্যোগ নকশালবাড়ি বাজার স‍্যানিটাইজেশন করা হয়। আগামীকাল থেকে জনগনকে মাস্ক ও করোনা বিধি নিয়ে সচেতনতা প্রচার শুরু হবে।

গত  পাঁচদিনে একশো ছুঁইছুঁই নকশালবাড়ির গ্রাফ। এই মূহুর্তে সচেতন‌ই প্রধান পথ। এই বিষয়ে ব‍্যবসায়ী সমিতির সভাপতি নিখিল ঘোষ বলেন এই সপ্তাহে বৃহস্পতিবার থেকে বাজার পুরোপুরি বন্ধ করা হবে। এর পাশাপাশি পুরো বাজারে স‍্যানিটাইজেশন করা হবে।