সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

মিয়াজ়াকি আমের চাষ শু’রু হ’চ্ছে মালদায়, কেজি প্র’তি দাম দু লক্ষ টা’কা!

বিশ্বের সবথেকে দামি আম জাপানের মিয়াজাকি। বিশ্বের মধ্যে এটি সব থেকে মূল্যবান যার কেজি প্রায় 2 লক্ষ টাকা। তবে এবার বিশ্বের সবথেকে দামি আম মিয়াজাকি মালদহে চাষ করার সিদ্ধান্ত নিল কৃষি দপ্তর। অবশ্যই বাণিজ্যিক ভাবে চাষ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে, এই মিয়াজকি আম।

মালদহ আমের জন্য দারুন ভাবে বিখ্যাত আর সেই কারণেই বিশ্বের সবথেকে দামী আমকেও এখানেই চাষ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বর্তমানে প্রশাসন সূত্রে যে খবর পাওয়া যাচ্ছে, মালদহ ইংরেজবাজার ব্লকের মিয়াজাকির বাগান তৈরি করা হবে। ইতিমধ্যেই জাপান থেকে সেই চারা গাছ নিয়ে আসা হবে।

আগামী সপ্তাহের মধ্যেই সেই চারা গাছ পৌঁছে যাবে মালদহে। আমরা সবাই জানি মালদহ আমের জন্য কতটা বিখ্যাত? দারুন দারুন জাতের আম চাষ করা হয় মালদহে। চাহিদা পূরণ করার জন্য মালদহ থেকে আম বিদেশেও রপ্তানি করা হয়। কিন্তু এখনো পর্যন্ত মিয়াজাকি আম চাষ করা হয়নি মালদহে, এখনো পর্যন্ত একশোর বেশি প্রজাতির আম চাষ করা হয় মালদহে।

আরো খবর: বিশ্বের সপ্তম আশ্চর্য্য ব্রাজিলের বি’খ্যা’ত “ক্রাইস্ট দ্য রিডিমার” মূর্তিতে বজ্র’পা’ত, কতটা ক্ষ’তি হলো?

এবার এদের সাথে মিয়াজাকি আম চাষ করার জন্য কি কি ব্যবস্হা গ্রহণ করা হয়, সেটা আগামীতে জানা যাবে। আসলে ইংরেজবাজার ব্লক কৃষি দফতরের আধিকারিক সেফাউর রহমানের উদ্যোগেই এই মিয়াজাকি আম চাষ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে মালদহে।

জানা গেছে একটি বেসরকারি সংস্থার সহযোগিতায় জাপান থেকে ৫০ টি চারা গাছ নিয়ে আসা হবে আপাতত। এই আমের এক একটি চারা গাছের দাম ভারতীয় মুদ্রায় এক হাজার টাকা। এই চারা গাছকে এনে কলম পদ্ধতিতে বাগান তৈরি করা হবে এবং ভবিষ্যতে এই আমের চাষ আরো বৃদ্ধি করা হবে।