সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

বিশ্বের সপ্তম আশ্চর্য্য ব্রাজিলের বি’খ্যা’ত “ক্রাইস্ট দ্য রিডিমার” মূর্তিতে বজ্র’পা’ত, কতটা ক্ষ’তি হলো?

পৃথিবীর সপ্তম আশ্চর্যের মধ্যে একটি, ক্রাইস্ট দ্য রিডিমার। এই মূর্তির ছবি সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় দারুন ভাবে ভাইরাল হয়েছে। ছবিটিতে দেখা যাচ্ছে বজ্রপাতের শিকার হয়েছে এই মূর্তি। আলোর ঝলকানি এসে আছড়ে পড়েছে মূর্তির ঠিক মাথায়। তারপরেই সেই ছবি ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়, নেটিজেনেরা অনেকেই অনেক মতামত ব্যক্ত করেছে ।

আকাশ থেকে সেই আলোর ঝলকানির মধ্যমেই ভগবান নেমে এসেছে যীশুর মাথায়। ক্রাইস্ট দ্য রিডিমার যিশুখ্রিস্টের এই মূর্তিটি পাহাড়ের একেবারে চূড়ায় অবস্থিত, তার কারণেই এই বজ্রপাত হয়েছে মূর্তির মাথায়। কিছুদিন ধরেই ব্রাজিলে টানা ঝড় বৃষ্টি হচ্ছে, আর সেই কারণেই এই আলোর ঝলকানি ।

ছবিতে দেখা যাচ্ছে কালো ঘটুঘুটে অন্ধকারে দাঁড়িয়ে রয়েছে মূর্তি একেবারে পাহাড়ের চূড়ায়, আর হঠাৎ করে যখন বিদ্যুতের ঝলকানি এসে মূর্তিটির মাথায় পরেছে, তখনই দূর থেকে মনে হচ্ছে যেন আলোর স্রোত নেমে এসেছে মূর্তির মাথায়।গত ০১ ফেব্রুয়ারীর এই ঘটনা, ফের্নান্দো ব্রাগা নামে এক ব্যক্তি এই ছবিটি তোলার পরে ইনস্টাগ্রামে পোস্ট করেন।

আরো খবর: আ’ত্ম’ঘা’তী চাকরিপ্রার্থীর সুইসাইড নো’টে কো’নো এক পার্থ চট্টোপাধ্যায়ের না’ম!

আর তারপরেই ঝড়ের গতিতে ভাইরাল এই ছবি। এই ছবির মধ্যে একটা স্বর্গীয় ব্যপার রয়েছে। যেন এই ঝলকানির মাধ্যমে আকাশ থেকে কোনো বার্তা নেমে আসছে নিচে। এই ছবি সবাই দেখতে পেয়ে বিভিন্ন কমেন্ট করতে শুরু করে।

 

View this post on Instagram

 

A post shared by Fernando Braga (@fsbragaphotos)

একজন লিখেছে এই ছবিতে যীশুকে একদম থরের মতো দেখতে লাগছে। আবার একজন লিখেছে আসলে এই ধরনের বজ্রপাত প্রায় হয়েই থাকে। কিন্তু এটাকে ক্যামেরা বন্দি করা কিন্তু মুখের কথা নয়। সবাই দারুন প্রশ্ংসা করেছে ও নিজেদের মতামত ব্যক্ত করেছে।