সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

কলেজ ছাত্রীরাও মাতৃত্বকালীন ছু’টি নি’তে পারবেন, সি’দ্ধা’ন্ত UGC-র

পড়ুয়াদের জন্য এবার অনেক বড় এক সিদ্ধান্ত নিতে চলেছে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন বা ইউজিসি। এতে উপকৃত হবেন আন্ডারগ্রাজুয়েট এবং পোস্ট গ্রাজুয়েট পাঠরত গর্ভবতী ছাত্রীরা। এতদিন পর্যন্ত যারা এমফিল এবং পিএইচডি করতেন, তাদের জন্য মেটারনিটি লিভের ব্যবস্থা ছিল। এবার থেকে আন্ডারগ্রাজুয়েট এবং পোস্ট গ্রাজুয়েট ছাত্রীরাও এই সুবিধা পাবেন।

স্নাতক এবং স্নাতকোত্তর স্তরের ছাত্রীরা মেটারনিটি লিভ পাবেন বলে একটি নির্দেশিকা জারি করেছে বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন। বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানগুলিকে ইতিমধ্যেই এই খবর জানিয়ে দেওয়া হয়েছে। এই নির্দেশিকাতে উল্লেখ করা হয়েছে, যদি আন্ডারগ্রাজুয়েট বা পোস্ট গ্রাজুয়েট ছাত্রী গর্ভবতী হয়ে পড়েন তাহলে তার অ্যাটেনডেন্স বা ক্লাসে উপস্থিতি, পরীক্ষার অ্যাপ্লিকেশন ফর্ম এবং বাদবাকি সব কিছুতেই ছাড় দেওয়া হবে।

2016 সালে ইউজিসি মাতৃত্বকালীন ছুটি সংক্রান্ত নির্দেশিকা জারি করেছিল। সেখানে এমফিল এবং পিএইচডি ছাত্রীদের মাতৃত্বকালীন ছুটি মঞ্জুর করা হয়েছিল। মাতৃত্বকালীন ছুটি বাবদ 240 দিনের ছুটি মঞ্জুর করা হয়েছিল। তবে এখন অবশ্য সেই নিয়ম বদলানো হচ্ছে। এখন কলেজে পড়তে পড়তেও যেকোনো ছাত্রী মাতৃত্বকালীন ছুটি পেতে পারেন।

তবে কলেজের ছাত্রীরা মাতৃত্বকালীন ছুটি বাবদ কত দিনের ছুটি পাবেন সে সম্পর্কে কিছু স্পষ্ট ভাবে জানানো হয়নি। এই বিষয়টি সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠানের হাতে ছেড়ে দেওয়া হয়েছে। সংশ্লিষ্ট সংস্থা ছাত্রীকে কত দিনের ছুটি মঞ্জুর করবে সে ব্যাপারে তারাই সিদ্ধান্ত নেবে।