সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

মারুতির নতুন চো’খ ধাঁধানো SUV, লঞ্চের আগেই ছ’বি ফাঁ’স

অবশেষে প্রকাশ্যে এসেছে মারুতি সুজুকি গ্রান্ড ভিতারা ২০২২। এই বছরের শেষের দিকে বাজারে আসতে চলেছে এই এসইউভি গাড়ি। মারুতি টয়োটোর সঙ্গে হাত মিলিয়ে এই গাড়িটি বাজারে আনা হয়েছে।

এই গাড়িটি গত কয়েক মাস ধরে বাজারে আসার কথা ছিল। গাড়ি প্রেমীরা অধীর আগ্রহে অপেক্ষা করছিলেন গাড়িটির জন্য।এই নতুন গাড়ি দেখে এখনো পর্যন্ত সন্তোষজনক প্রতিক্রিয়াই পাওয়া গিয়েছে। মারুতি গাড়িটিকে নিয়ে খুব বেশি এক্সপেরিমেন্ট করেনি।

এর ডিজাইনে ক্রোম ফিনিশ দেওয়া হয়েছে। এই গাড়িটি রাস্তা দিয়ে গেলে নিঃসন্দেহে সকলের নজর কাড়বে। গাড়িটির ইন্টিরিয়ার খুব সুন্দর করে সাজানো হয়েছে। এই প্রথম কোনো গাড়িতে মারুতি অত্যাধুনিক ফিচার অ্যাড করেছে।

আরো পড়ুন: খনি মাফিয়াদের হাতে খু’ন হলেন ডিএসপি, মাত্র ৩ মাস বা’কি ছি’লো চাকরির

নতুন মারুতি এই গাড়িতে মাইল হাইব্রিড স্ট্রং হাইব্রিড সিস্টেম সহ ১.৫ লিটার পেট্রোল ইঞ্জিন রয়েছে। ট্রান্সমিশন অপশন এর মধ্যে ফাইভ স্পিড ম্যানুয়াল ইউনিট এবং সিক্স স্পিড ম্যানুয়াল ইউনিট এবং একটি ই cvt unit রয়েছে।

ভারতীয় বাজারে হুন্ডাই ক্রেটা, কিয়া সেল্টস, এমাজী হেক্টর, mahindra xuv 700, জিপ কম্পাস এর মত গাড়ির সঙ্গে সেগমেন্ট পড়ে। এই গাড়ির দাম হতে চলেছে 9.5 লক্ষ টাকা। এর টপ ভেরিয়েন্ট এর দাম ১৬ লক্ষ টাকা।