সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

বন্যার ক’ব’লে বাংলাদেশের একাংশ, লক্ষ লক্ষ মানুষ জলবন্দি

বিগত কয়েকদিন ধরে টানা বৃষ্টির কারণে বাংলাদেশের ভয়াবহ বন্যা পরিস্থিতি সৃষ্টি হয়েছে। বাংলাদেশের উত্তর-পূর্বাঞ্চলের বিভিন্ন জেলা জল বন্দি হয়ে পড়েছে। প্রায় 10 লাখেরও বেশি মানুষ প্রভাবিত হয়েছেন এই বন্যায়।

তিনশোর বেশি শিক্ষাপ্রতিষ্ঠান ইতিমধ্যেই বন্ধ করে দেওয়া হয়েছে। বর্তমানে বাংলাদেশের একাধিক জায়গায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ। বাংলাদেশের একমাত্র বিমানবন্দর সিলেট এমএজি ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর বন্ধ।

পরিস্থিতি সামাল দেওয়ার জন্য সেনাবাহিনীকে নামানো হয়েছে। ইতিমধ্যেই বাংলাদেশের বিস্তীর্ণ এলাকা জলের নিচে চলে গিয়েছে।সিলেটের জল উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী জানিয়েছেন শুক্রবার সকাল 9 টায় সুরমা নদীর কানাইঘাট পয়েন্টে জল বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে।

আরো পড়ুন: মাছ ধরতে গিয়ে বি’প’ত্তি, জলে জাল ফেলতেই যা উ’ঠে এ’লো

সারি নদীর জল বিপদসীমার থেকে উপরে রয়েছে। এছাড়া কুশিয়ারা এবং লোভা নদীর জল স্তর বেড়েছে। জেলা ত্রাণ এবং পুনর্বাসন কর্মকর্তা জানিয়েছেন সিলেটের 5 লক্ষের বেশি মানুষ জল বন্দি রয়েছেন।

বন্যা দুর্গত এলাকায় ত্রাণ বিতরণের ব্যবস্থা চলছে। বহু শিক্ষাপ্রতিষ্ঠান ইতিমধ্যেই বন্যার জলের তলায় তলিয়ে গিয়েছে। 230 টি প্রাথমিক বিদ্যালয়ে জল উঠেছে। সাতটি মাধ্যমিক বিদ্যালয় কলেজ এবং মাদ্রাসা জলের তলায় তলিয়ে গিয়েছে।