সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

মা কালীকে নি’য়ে মহুয়ার ম’ন্ত’ব্যে’র পরিপ্রেক্ষিতে মু’খ খু’ল’লো তারাপীঠ

ভারতের শক্তিপীঠগুলির মধ্যে অন্যতম হলো তারাপীঠ। তন্ত্রসাধনার পিঠস্থান এই মন্দিরে ভারতবর্ষ থেকে বহু মানুষ আসেন শক্তির আরাধনা করতে। তারা মাকে সন্তুষ্ট করার জন্য বিশেষ কিছু উপাচার করা হয়।

কারণ সুধা থেকে শুরু করে বলির পাঁঠার মাংস এবং মাছ দিয়ে ভোগ নিবেদন করা হয় দেবীর পায়ে। সম্প্রতি এই বিষয় নিয়ে মুখ খুলে ছিলেন তৃণমূল কংগ্রেস সাংসদ মহুয়া মৈত্র।

এরপর প্রকৃত এবার মুখ খুললেন তারাপীঠ মন্দির কমিটির সভাপতি তারাময় মুখোপাধ্যায়। তার কথায় মহুয়া মৈত্রর বক্তব্যের ধরণ যদি সঠিক হতো তাহলে এই বিতর্ক সৃষ্টি হতো না।

আরো পড়ুন: শিয়ালদহ থেকে সেক্টর ৫-এর ভা’ড়া কতো হ’বে?

তিনি বলেছেন ধর্মের ব্যাপারে কথাবার্তা বলার সময় ভাষার সংযোজন সঠিক হওয়া উচিত। ধর্মের বিষয়ে এবং পূজার বিষয়ে ভাষার সঠিক প্রয়োগ জানা উচিত। তাহলে মানুষের মধ্যে কোনওরকম ক্ষোভের সৃষ্টি হতো না।

সম্প্রতি একটি সাক্ষাৎকারের দেবী কালীকে মাংস এবং সুরা ভক্ষণকারী দেবী বলে মন্তব্য করেন। তাতেই তার বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করতে শুরু করে গেরুয়া শিবির।

তারা মায়ের মুখোপাধ্যায়ের দাবি বৈষ্ণব মতে মা তারাকে অন্ন ভোগ, খিচুড়ি ভোগ, ৫ রকম ভাজা, লুচি, সুজি, পরমান্ন দেওয়া হয়। তন্ত্র মতে পুজোর জন্য কারণ সুধা প্রয়োজন।