সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

নতুন ইতিহাস পাকিস্তানের, পাক লেফটেন্যান্ট প’দে যো’গ দিলেন দুই হিন্দু অফিসার

দেশ ভাগ হয়ে পাকিস্তান গঠন খবর যে দীর্ঘ ইতিহাস, যা এখনও বহাল রয়েছে। এই দীর্ঘ ইতিহাসে এই প্রথম পাকিস্তানি সেনার লেফটেন্যান্ট কর্নেল পদে আসীন করা হল দুই হিন্দু অফিসারকে। পাকিস্তানের ইতিহাসে সত্যি এটা বিরল, এই প্রথম হিন্দু সেনা নায়ককে উচ্চপদে আনা হল। জানা গেছে এই দুই সেনা সিন্ধ প্রদেশের বাসিন্দা।

তাদের সদ্য পদোন্নতি ঘটেছে ডা. কেলাশ কুমার এবং মেজর ডা. অনিল কুমার । গত শুক্রবার এই বিরল ঘটনার সাক্ষী থেকেছে পাকিস্তান। কারণ তাদের পদোন্নতির কথা জানানো হয় গত শুক্রবার। দুজন পাকিস্তানী সেনাই মেডিক্যাল বাহিনীর সদস্য। স্বাভাবিকভাবেই এই ঘোষণা শুনে দারুন উৎফুল্ল ও আনন্দিত pakistanHindu Council -এর প্যাট্রন ইন চিফ রমেশ কুমার ভাঙ্কওয়ানি।

বলা যেতে পারে পাকিস্তানে এখন খুশির জোয়ার। তাই এখন পাকিস্তানের প্রত্যেকটি সংবাদ মাধ্যমে এই খবর শিরোনাম স্থান পাচ্ছে। কেলাশ কুমারকে সবার প্রথমে লেফটেন্যান্ট পদে নিযুক্ত করা হয়েছে, আর সেই খবর কানে যেতেই পাকিস্তানের বসবাসকারী হিন্দুদের মুখে মনে খুশির জোয়ার এসে গেছে।

আরো পড়ুন: রাশিয়া-ইউক্রেনের সং’ঘা’ত নিয়ে পুতিনকে বড়ো’ বা’র্তা হিরো আলমের, দেখে নিন

ইতিমধ্যেই পাকিস্তানের সর্বত্র সম্প্রীতির বার্তা ছড়িয়ে পড়েছে,  “উই অল ব্লিড গ্রিন।” #HumSabKaPakistan ট্রেন্ডিং ছিল সোশ্যাল মিডিয়ায়। তাছাড়া এই খবরে আনন্দ উৎসবে যেন আরও মুখরিত হয়ে উঠেছে পাকিস্তান।

পাকিস্তানের প্রচুর সংবাদ মাধ্যমে ইতোমধ্যেই লেখা হয়েছে, কেলাশ কুমার একজন দুর্ধর্ষ অফিসার। এখানেই শেষ নয়, পাকিস্তানের তথ্য সম্প্রচার দপ্তরের মন্ত্রী ফাওয়াদ চৌধুরী জানিয়েছেন, কেলাশ কুমার আপনাকে অভিনন্দন, আপনি আমাদের গর্ব।