সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

এই রেখা হা’তে থাকলে ভগবান বিষ্ণুর প্রিয় পা’ত্র আপনি! কোথায় থাকে বিষ্ণু রে’খা জেনে নিন

মানুষের হাতের তালুতে মস্কিষ্ক রেখা, হৃদয় রেখা, জীবন রেখার মতো নানা ধরনের রেখা থাকে। বিভিন্ন রেখার আলাদা আলাদা বৈশিষ্ট্য আছে। সেরকমই এক অন্যতম রেখা হল বিষ্ণু রেখা। কোনো ব্যক্তির হাতে বিষ্ণু রেখা থাকলে সেই ব্যক্তির উপর ভগবান বিষ্ণুর আশীর্বাদ থাকে বলে মনে করা হয়। আজ সেই বিষ্ণু রেখা নিয়েই আলোচনা করতে চলেছি।

ভালো করে লক্ষ্য করলে দেখা যায় আমাদের দুই হাতেই অনেক সময় এই রেখা থাকে। তবে উল্লেখ্য সকল জাতকের হাতে এমন রেখা থাকে না।মূলত পুরুষদের ডান হাতে এবং মহিলাদের বাঁ হাতে এই রেখা থাকে। সব রেখারই পৃথক পৃথক গুরুত্ব রয়েছে। এই রেখার মাধ্যমেই নির্ধারিত হয় ব্যক্তির কেরিয়ার, বিবাহ, আর্থিক পরিস্থিতি ইত্যাদি বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়। এই সমস্ত রেখার পাশাপাশি এমন কিছু রেখা থাকে, যা সবার হাতে নয়, কয়েকজনের হাতেই থাকে। মনে করা হয়, সেই বিশেষ রেখাগুলির অধিকারী ব্যক্তিবর্গ ভাগ্যবান হন। এমনই একটি রেখা হল বিষ্ণু রেখা।

বিষ্ণু রেখার অবস্থান : হস্তরেখা শাস্ত্র অনুযায়ী হৃদয় রেখা থেকে একটি রেখা বৃহস্পতি পর্বতের দিকে এগিয়ে যায় এবং হৃদয় রেখাকে দুই ভাগে ভাগ করে দেয়। এই রেখা তর্জনী ও মধ্যমা আঙুলের মধ্যবর্তী অংশে অগ্রসর হয়। এটি ইংরেজি ‘V’ অক্ষরের মতো দেখতে হয়। একে বিষ্ণু রেখা বলা হয়। বিষ্ণু রেখাকে অত্যন্ত শুভ মনে করা হয় হস্তরেখা শাস্ত্রে। যে ব্যক্তির হাতে এই রেখা থাকে তাঁরা অত্যন্ত ভাগ্যবান হন। বিষ্ণু রেখা যত গভীর হবে তত শুভ মনে করা হয়। যে জাতকের হাতে এই রেখা থাকে, তাঁরা বিষ্ণুর বিশেষ আশীর্বাদ লাভ করেন। বিষ্ণু রেখা মজবুত এবং দুর্বল দুই-ই হতে পারে। এই দুই ক্ষেত্রেই ব্যক্তির জীবনে প্রভাব বিস্তার করে বিষ্ণু রেখা।

বিষ্ণু রেখার লাভও রয়েছে অনেক :

১. যে জাতকের হাতে বিষ্ণু রেখা থাকে, তাঁরা যে কোনো কাজেই সাফল্য লাভ করেন।

২. আবার যে ব্যক্তির হাতে এই রেখা থাকে তাঁদের জীবনে সমস্যা কম দেখা যায়। আবার এই জাতকরা সমস্যার সম্মুখীন হলেও, তা শীঘ্র দূর হয়ে যায়। নিজের ব্যক্তিত্বের কারণে সমস্যায় জড়ান এমন জাতকরা। কিন্তু বিষ্ণুর প্রিয় হওয়ায় তাঁরা সহজে সমস্যার সমাধান খুঁজে বার করেন।

৩. জাতকের হাতে বিষ্ণু রেখা থাকলে, সমাজে জনপ্রিয়তা অর্জন করেন তাঁরা। বিরোধীরা এই জাতকদের কোনোভাবেই পরাজিত করতে পারে না। বিষ্ণু রেখার অধিকারী জাতকরা সর্বদা সত্যের পথে হাঁটেন। কুকাজ থেকে দূরে থাকেন এই জাতকরা। আবার ভুল কাজ করে ফেললে তৎক্ষণাৎ দুষ্পরিণাম ভোগ করে থাকেন।