সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

শিয়ালদহ থেকে সেক্টর ৫-এর ভা’ড়া কতো হ’বে?

শিয়ালদহ সেক্টর ফাইভে শুরু হচ্ছে মেট্রো পরিষেবা। সেক্টর ফাইভে যারা নিত্য যাত্রী তাদের শিয়ালদহ থেকে রোজ অটো কিংবা বাসের ঝক্কি সামলে অফিস যেতে হয়। তবে এবার তাদের হয়রানির দিন শেষ হবে।

আগামী সপ্তাহ থেকে বাতানুকুল কামরায় ঠান্ডা আমেজ গায়ে মেখে অফিস যেতে পারবেন। চালু হয়ে গেল শিয়ালদহ সেক্টর ফাইভ মেট্রোপরিষেবা। সোমবার শিয়ালদা থেকে সেক্টর ফাইভ মেট্রো পরিষেবার উদ্বোধন করা হবে।

উদ্বোধনের দিন যাত্রীরা মেট্রোয় চড়তে পারবেন না। ১৪ জুলাই থেকে সাধারণের জন্য মেট্রো পরিষেবা চালু হবে বলে জানা যাচ্ছে। এই পরিষেবা চালু হলে নিত্যযাত্রীদের হয়রানি অনেকটাই কমবে বলে আশা করা হচ্ছে।

আরো পড়ুন: শাহরুখ খানের প্রতিবেশী হওয়ার জন্য ১১৯ কোটি টা’কা খ’র’চ করলেন রণবীর সিং

শহরে যানজটের চিত্রটাও এবার বদলাতে চলেছে। শিয়ালদহ সেক্টর ফাইভ মেট্রোয় ন্যূনতম ভাড়া হবে ১০ টাকা। মেট্রোর নিজস্ব নিয়ম অনুসারে শিয়ালদহ পর্যন্ত পরিষেবা চালু হলে ইস্ট ওয়েস্ট মেট্রোয় যাত্রী সংখ্যার আগে তুলনায় কয়েক গুণ বেড়ে যাবে।

এখানে স্টেশনে থাকবে স্ক্রিন ডোর। ওই দরজার প্ল্যাটফর্মে ট্রেন ঢোকার পর খুলে যাবে। মেট্রোর দুপাশে দরজা দিয়ে প্লাটফর্মে ঢোকার ব্যবস্থা রয়েছে। যাত্রীদের ওঠে নামার জন্য দুদিকে দরজা ব্যবহারের সুবিধা রয়েছে।