সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

গ্রাম থেকে শুধু উ’ধা’ও হচ্ছে ছাগল, কারণ খুঁ’জ’তে গিয়ে চো’খ ক’পা’লে সকলের

গত কয়েকদিন ধরে এই গ্রাম থেকে একের পর এক ছাগল গায়েব হয়ে যাচ্ছিল। বাঁকুড়ার কোতুলপুর থানা এলাকার এই ঘটনায় বেশ উদ্বিগ্ন ছিলেন গ্রামবাসীরা। চোর ধরার জন্য তারা সদা সতর্ক ছিলেন। তবে কোনোভাবেই চোরদের সন্ধান পাওয়া যাচ্ছিল না। অবশেষে ছাগল চুরি করে পালাতে গিয়ে এক দুর্ঘটনা ঘটে এবং তাতেই ধরা পড়ে যায় তিন চোর।

কোতুলপুরের এলাকাতে বিগত কয়েকদিন ধরে ছাগল চুরির ঘটনায় গ্রামবাসীরা রীতিমতো উদ্বিগ্ন হয়ে পড়েছিলেন। অবশেষে কোতুলপুর থানা এলাকার বিবেকানন্দ মাঠের কাছে ধরা পড়ল চোরেরা। তিনজন যুবক একটি ছাগলকে মাঠে চড়তে দেখে পাঁজাকোলা করে নিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। ছাগলের মালিক দেখে ফেলেন তাদের।

তিনি ওই তিনজনকে আটকানোর চেষ্টা করলেও ব্যর্থ হন। তীব্র গতিতে বাইক ছুটিয়ে চম্পট দেওয়ার চেষ্টা করে চোরেরা। তবে রাস্তার মধ্যে থাকার একটি গর্তের মধ্যে গাড়ি পড়ে টাল সামলাতে না পেরে বাইক সমেত উল্টে পড়ে যায় তিনজন অভিযুক্ত। রাস্তার ধারে ছিটকে পড়ে যায় তারা। এদিকে গ্রামবাসীরা তাদের পেছন পেছন তখন ধাওয়া করছিলেন।

আরো পড়ুন: ম’র্মা’ন্তি’ক, বৃদ্ধর প্রা’ণ কে’ড়ে নি’লো খু’নি ক্যাঙ্গারু, দাবি সংবাদমাধ্যমের

দুর্ঘটনার কারণেই তারা চোরদের ধরতে সমর্থ্য হন। এরপর কোতুলপুর থানায় খবর দেওয়া হয় এবং পুলিশ এসে তিন অভিযুক্তকে গ্রেফতার করে নিয়ে যায়। এই তিনজনের সঙ্গে জড়িত রয়েছে আরও একজন। পুলিশ তার খবর পেয়ে তাকেও গ্রেফতার করেছে।