সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

আপনার কি শনির দ’শা চ’ল’ছে? দেবতাকে খু’শি করতে মানুন এই নিয়মগু’লো

গ্রহ দেবতা শনি হলেন কর্মের দেবতা।শনির প্রকোপ থেকে আমরা সবাই মুক্তি পেতে চাই।শনির দশা সুরু হলেই আমাদের চিন্তা শুরু হয়ে যায়।কথিত আছে মানুষের কাজকর্মে শনিদেব সবসময় বাঁধার সৃষ্টি করে।

আজ তাইএমন কিছু নিয়মের কথা বলব যার মাধ্যমে আপনি শনি দেবকে সন্তুষ্ট করতে পারবেন। চলুন তাহলে নিয়ম গুলো সম্পর্কে জেনে নেওয়া যাক।

১। যাদের শনির সারেসাতি চলছে তারা প্রতিদিন শনি দেবের উপাসনা করবেন এবং নিয়মিত শনির চালিশা পরবেন।

আরো পড়ুন: যেন দাবানল লে’গে’ছে দক্ষিণবঙ্গে, তাপপ্রবাহ নিয়ে ব’ড়ো বা’র্তা হাওয়া অফিসের

২।প্রতি শনিবার শনির চালিশা পরার সাথে সাথে হনুমানজির পুজা করা আবশ্যক।এছাড়া শনিবার করে পিপুল গাছের নিচে জল দিতে পারেন।

৩। আটার সাথে সরষের তেল মাখিয়ে কালো কুকুরকে খাওয়াতে দিতে হবে। ৩।শনিবার কাজল দান করুন। কথিত আছে শনিদেব কাজল খুব পছন্দ করতেন।

৪।শনিবার স্নানের পর কাচা দুধ ও পরে গঙ্গা জল দিয়ে ধুয়ে শনিদেব কে প্রনাম করে ডান হাতের মধ্যমায় ঘোড়ার খুঁড়ের আংটি ধারন করলে শনিদেব সন্তুষ্ট হন।

আরো পড়ুন: রাজনীতি করবে কি না তা সম্পূর্ণ দেবের সি’দ্ধা’ন্ত, কিন্তু সবসময় যেন মানুষের পা’শে থা’কে: রুক্মিণী

৫। এছাড়া শনিবার করে তিল দান করুন।শনিবার পুজার সময় নীল রঙের ফুল দান করুন।

৬।শনিবার অড়হর ডাল ও দান করতে পারেন এবং এর সাথে কালো রঙের কাপড় দান করার চেষ্টা করুন এর ফলে শনিদেবের কৃপা দৃষ্টি আপনার উপর সব সময় বজায় থাকবে।