সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

এক পাকিস্তানি গত ৪০ বছর ধ’রে ভারতেই বসবাস করছেন, দেশে ফি’রে যে’তে বললো আদালত

গত ৪০ বছর ধরে অবৈধভাবে ভারতবর্ষে বসবাস করছিলেন এক পাকিস্তানি নাগরিক। নিয়ম অনুসারে তিনি ভারতবর্ষে থাকতে পারেন না। সম্প্রতি হাইকোর্টের তরফ থেকে তাকে নিজের দেশে ফিরে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

গোধারা পঞ্চমহলের এসপি ২৪ ঘন্টার মধ্যে তাকে দেশ ছাড়ার নির্দেশ দিয়েছিলেন। কিন্তু তিনি তা মানতে চাননি। এরপর ঐ ব্যক্তি গুজরাট হাইকোর্টের দ্বারস্থ হন। গুজরাট হাইকোর্ট তার আবেদন বাতিল করে দিয়েছে।

বিচার প্রতি জানিয়েছেন সাংবিধানের আর্টিকেল ১৪ এবং আর্টিকেল উনিশ ধারার সুবিধা পেতে পারেন না ওই ব্যক্তি। ভারতে প্রবেশের কোন অধিকার নেই তার। তাকে পাকিস্তানে ফেরানোর উদ্যোগ নেওয়া হয়েছে।

আরো পড়ুন: OMG: জে’রা’র মাঝেই হঠাৎ করে ”’যৌ”ন”’তা”য়”’ মত্ত, বড়ো দা’বি তদন্তকারীদের

ওই ব্যক্তির বয়স 59 বছর। তিনি গোধরার এক মহিলাকে বিয়ে করেছিলেন বলে জানা যাচ্ছে। তাদের দুই সন্তান রয়েছে। বিবাহ সূত্রে তাকে এখানে থাকতে দেওয়ার তিনি আবেদন করেছিলেন। পেশায় তিনি একজন ব্যবসায়ী। ৪০ বছর আগে পাকিস্তানী পাসপোর্ট নিয়ে তিনি ভারতবর্ষে এসেছিলেন।

এখানে আসার পর নিজেকে ভারতবাসী বলে দাবি করে এখানেই থেকে যান ওই ব্যক্তি। তাকে পাকিস্তানে ফেরানোর কড়া নির্দেশ দিয়েছে আদালত। এই ব্যাপারে তাকে কোনরকম সহানুভূতি দেখানো হবে না বলে জানিয়ে দেওয়া হয়েছে।