সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

ভুলবশত আবিষ্কার করে ফেলা জিনিসগুলো মানুষের জীবনকে একদম পাল্টে দিয়েছে!

সকালে ঘুম থেকে উঠেই প্রয়োজন পড়ে টুথব্রাশের, এবং রাতে ঘুমোতে যাওয়ার আগে সবথেকে বেশি প্রয়োজন যে কাজটি তা হল ঘরের আলো নেভানো। তবে এই নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র গুলি তৈরি হয়নি কোনো ভাবনা চিন্তা করে। জানা যায় কোনো ভুল আবিষ্কারের ফলস্বরূপ এগুলির আবিষ্কার। তবে এই আবিষ্কার যে আমাদের জীবন যাত্রা র পরিবর্তন ঘটিয়ে দিয়েছে তা আর বলার অপেক্ষা রাখে না।

১) একবার নিউইয়র্কের এক রেস্টুরেন্টে রাঁধুনির সাথে এক খরিদ্দারের সে কি ঝামেলা! খরিদ্দার অভিযোগ করেছিল যে আলুভাজা মোটা করে কাটা হচ্ছে। তাই খরিদ্দার কে সন্তুষ্ট রাখতে শেষমেষ সরু করে আলু কেটে আলুভাজা পরিবেশন করা হয়, সেই রেসিপির নাম হয়েছিল আলুর চিপস।

২) আরও একটি ভুল আবিষ্কার হল ননস্টিক প্যান। প্রথম দিকে রান্না তৈরি করার যখন কোনো পাত্র ছিল না তখন উন্নত মানের ক্লোরোফ্ররপ কার্বন বানাতে গিয়ে উচ্চ গলনাঙ্ক বিশিষ্ট যে পদার্থ তৈরি হয় সেখান থেকেই বানানো হয় ননস্টিক প্যান।

আরো পড়ুন: কো’নো সিনেমায় ডা’ক পান না, কো’নো সিরিয়ালও করেন না! কি করেন মালাইকা?

৩) অন্যদিকে আলেকজান্ডার ফ্লেমিং এর পেনিসিলিন আবিষ্কারও হয়েছিল ভুলবশত। একবার বিজ্ঞানী এক বিশেষ ব্যাকটেরিয়া নিয়ে একটি গবেষণা করছিলেন। প্রায় দুসপ্তাহ পর তিনি লক্ষ্য করেন যে ব্যাকটেরিয়াটির কোনো বৃদ্ধি হয় নি বরং সেখান থেকে আরেক ছত্রাক তৈরি হয়েছে যা ব্যাকটেরিয়াটির বৃদ্ধি রোধ করছে। এই গবেষণার মাধ্যমে তিনি যখন খোঁজ পেলেন পেনিসিলিয়াম নোটেটাম এর, সেখান থেকেই তিনি আবিষ্কার করলেন পেনিসিলিনের।

৪) উচ্চ রক্ত জাতীয় ওষুধ তৈরির সময় সংস্থা পরীক্ষা করে দেখেন যে তা যৌ’ন উদ্দীপনা বাড়াতে সাহায্য করছে। আর সেখান থেকেই তৈরি ভায়াগ্রা ওষুধ।

৫) ১৮২৬ সালে দেশলাই আবিষ্কার হয়, এর আবিষ্কর্তা জন ওয়ার্কার নামে এক ব্রিটিশ রসায়নবিদ। একবার তাঁর এক গবেষণায় রাসায়নিক পদার্থের সঙ্গে মিশে গিয়েছিল এক টুকরো কাঠ। সেখান থেকে পরে আগুন জ্বলে উঠতেই দেশলাই আবিষ্কার করে ফেলেন তিনি।

৬) আরও একটি ভুলবশত আবিষ্কার হল কোকাকোলা। এক ফার্মাসিস্ট মাথা ব্যথা থেকে উপশম পেতে কোকা সিরাপ তৈরি করেছিলেন। পরে মদের ওপর নিষেধাজ্ঞা জারি হতে তিনি কার্বনেট মেশানো জলের সাথে সোডা বানানোর চেষ্টা করেন। তখন দেখেন সেখান থেকে তৈরি হয়েছে এক বিশেষ পানীয়। এইভাবেই আবিষ্কার হয় কোকাকোলার।