সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

সব রেল স্টেশনের বো’র্ডে হলুদ-কালো দিয়ে কেন লে’খা হয়? অন্য রং কেন ন’য়?

আমাদের দেশ তো বটেই, পাশাপাশি গোটা পৃথিবীরই যোগাযোগ ব্যবস্থার অন্যতম বড় মাধ্যম হল ভারতীয় রেল। এর মতো কম খরচে আরামদায়ক যাত্রা আর কোনো পরিষেবাতেই পাওয়া যায় না।

এই পরিষেবাকে কেন্দ্র করে নানা গল্প, কাহিনী, নানা ইতিহাস, আশ্চর্যজনক ঘটনা আছে। গত ১৬ এপ্রিল ভারতীয় রেলের জন্মদিন ছিল।

আজকের প্রতিবেদনে আপনাদের জন্য রইল রেল সম্পর্কিত এক অজানা তথ্য। রেলের সফরে সকলেই লক্ষ্য করেন যে সব স্টেশনের নাম হলুদ বোর্ডের উপর কালো রং দিয়ে লেখা।

নিয়মিত এই জিনিস চোখে পড়ে তো ঠিকই, কিন্তু কখনও ভেবে দেখেছেন কেন এমনটা হয়! এর পিছনে অবশ্য কোনো ইতিহাস নেই, বরং রয়েছে বিজ্ঞান।

আরো পড়ুন: OMG: একবারে ৪ সন্তানের জ’ন্ম দিলেন এই মহিলা, রইলো ছ’বি

উজ্জ্বল হলুদ রঙ হল এমন একটা রঙ যা দূর থেকে দেখতে পাওয়া যায় এবং চট করে চোখে পড়ে। ফলে এই রং দেখলেই চালকরা বুঝতে পারেন যে সামনে স্টেশন আসছে, আর সেই অনুযায়ী যাবতীয় ব্যবস্থা নেন।

কিন্তু হলুদের পাশাপাশি লাল রংও তো চট করে চখে পড়ে। তাহলে সেটি ব্যবহার হয় না কেন? কার হলুদ রং চোখে পড়লেও, চাপ সৃষ্টি করে না। কিন্তু লাল রঙ করে। তাই হলুদ রঙ ব্যবহার করা হয়।

অন্যদিকে হলুদ রং আবার মানসিক শক্তির বৃদ্ধি ঘটায়। মনে ইতিবাচক প্রভাব ফেলে। আর তাছাড়া হলুদের উপর কালো রং দিয়ে স্টেশনের নাম লেখা হলে, সেটি ফুটে ওঠে এবং ভালোভাবে বোঝা যায়।

আরো পড়ুন: মন খা’রা’প করা খবর! আ’লা’দা হয়ে গেলেন কিয়ারা-সিদ্ধার্থ, কেন ব্রেক-আপ হ’লো?

ঠিক এই কারণেই স্কুল বাসের রংও হলুদ হয়, যাতে দূর থেকে দেখেই বোঝা যায়, স্কুল বাস আসছে। তবে এর পাশাপাশি রেলে বিপদ নির্দেশ করতে লাল রঙের ব্যবহার করা হয়। সতর্কবার্তা বোঝাতে লাল রঙের বোর্ডের উপর সাদা রং দিয়ে লেখা হয়।