সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

TRP রেটিংয়ের জন্য জঘন্য কা’জ! দিদি নম্বর-১ এর বি’রু’দ্ধে গু’রু’ত’র অভিযোগ আনলেন নেটিজেনরা

জি বাংলার অন্যতম জনপ্রিয় রিয়েলিটি শো দিদি নম্বর 1 আটটা সিজন পেরিয়ে সম্প্রতি পা রেখেছে 9 নম্বর সিজনে। বাকি সিজনগুলির মতো এই সিজনেও সঞ্চালিকার ভূমিকায় সেই সকলের প্রিয় দিদি রচনা ব্যানার্জী।

বলা যায় রচনা ব্যানার্জিই হলেন এই শো-এর প্রধান ইউএসপি। প্রায় ১০ বছরেরও বেশি সময় ধরে এই শো সমান ভাবে জনপ্রিয় হয়ে আসছে। আর তার প্রধান কারণ রচনা ব্যানার্জীর সঞ্চালনা। বছরের পর বছর ধরে রাজ্যের বিভিন্ন প্রান্তের সর্বস্তরের মহিলারা এই শো-তে অংশগ্রহণ করে আসছে।

এবার সেই দিদি নাম্বার ওয়ানের দিকেই মারাত্মক অভিযোগের তীর। কারণ অনেক নেটিজেন অভিযোগ করেছেন, টিআরপির লোভে দিদি নাম্বার ওয়ানে বেআইনি সব কার্যকলাপ চলছে। কিন্তু কী এমন অভিযোগ করা হল? সম্প্রতি দিদি নাম্বার ওয়ানের পেজ থেকে শেয়ার করা একটি নতুন পর্বের ভিডিও ক্লিপিংস থেকেই যত বিপত্তি।

আরো পড়ুন: এবার সিনেমার প’র্দা’য় “খেলা হবে”, বিনোদন জ’গ’তে স্লোগান জনপ্রিয় হতেই পো’স্টা’র শেয়ার দেবাংশুর

ভিডিওতে একজন ডিম্বাণুদাতা মহিলার সঙ্গে রচনা ব্যানার্জিকে কথা বলতে দেখা যাচ্ছে। ওই মহিলার কথায়, তিনি একজন ডিম্বাণু ডোনার এবং তিনি কীভাবে ডিম্বাণু ডোনার হিসেবে কাজ করছেন তার বিস্তারিত বর্ণনাও দিচ্ছেন। এই ভিডিও সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হতেই শো-এর নির্মাতাদের বিরুদ্ধে নেটিজেনরা ক্ষোভের আঙুল তুলেছেন।

কারণ তারা দাবি করছেন, একজন ডিম্বাণু ডোনারের পরিচয় কখনও এভাবে প্রকাশ্যে বলা যায় না। আর এর থেকে সৃষ্টি হতে পারে নানা আইনি জটিলতা। তাই নেটিজেনরা যত তাড়াতাড়ি সম্ভব যাতে এই ভিডিও সোশ্যাল মিডিয়া থেকে তুলে নেওয়া হয় তার দাবি জানাচ্ছেন।

টিআরপির জন্য এর আগেও নানান মিথ্যে এবং অতিনাটকীয়তার আশ্রয় নিয়েছে দিদি নম্বর 1। এরকম অভিযোগ করেছেন নেটিজেনরা। তবে এইবার সৃষ্টি হয়েছে আইনি জটিলতা। এর প্রভাবে কি আদৌ চ্যানেল কর্তৃপক্ষ মারফত ভিডিওটি সোশ্যাল মিডিয়া থেকে সরিয়ে ফেলা হবে? এখন তা দেখার অপেক্ষাতেই রয়েছে সকলে।