সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

এবার সিনেমার প’র্দা’য় “খেলা হবে”, বিনোদন জ’গ’তে স্লোগান জনপ্রিয় হতেই পো’স্টা’র শেয়ার দেবাংশুর

সিনেমা অর্থাৎ বিনোদন জগতের সাথে রাজনীতির ওতপ্রোত সম্পর্ক রয়েছে। আজকালকার দিনে অনেক অভিনেতা অভিনেত্রী কে দেখা যায় অভিনয় ছেড়ে রাজনৈতিক জীবনে পা রাখতে।

অনেকে আবার দুই দিকটাই বেশ ব্যালেন্স করে চলেন। তবে এই রাজনীতি আর বিনোদন জগত মিলেমিশে গিয়ে এবার যা ঘটতে চলেছে তা এর আগে কখনও ঘটেনি। এই প্রথম রাজনৈতিক দলের স্লোগানের নামেই তৈরী হতে চলেছে সিনেমা।

কি স্লোগান নিশ্চয়ই ভাবছেন! বাংলার সেই সুবিখ্যাত স্লোগান ‘খেলা হবে’। ২০২১ সালের বিধানসভা নির্বাচনের আগেই ‘খেলা হবে’ স্লোগান গোটা বাংলা জুড়ে বেশ জনপ্রিয় হয়ে উঠেছিল। এমনকি সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন পেজে তৈরী হয়েছিল ‘খেলা হবে’ মিম।

আরো পড়ুন: যুদ্ধবি’ধ’স্ত দেশ, ইউক্রেনীয় মডেলকে বি’য়ে’র প্র’স্তা’ব দিচ্ছেন ভিনদেশিরা, রইলো ছ’বি

আর এই স্লোগান শুধু বাংলাতেই শোরগোল ফেলেছিল তা কিন্তু নয়, এই বিখ্যাত স্লোগান ত্রিপুরা এবং উত্তরপ্রদেশের মতো রাজ্যে নানা ভাষায় তৈরিও হয়েছিল।

একেবারে বলিউড ইন্ডাস্ট্রিতে বাংলার শাসকদলের যুবনেতা দেবাংশু ভট্টাচার্যের লেখা ‘খেলা হবে’ গানের তৈরি সিনেমাটি চলতি মাসেই মুক্তি পেতে চলেছে। দেখলেন তো দেবাংশু সোজা পৌঁছে গেলেন বলিউড ইন্ডাস্ট্রিতে।

সম্প্রতি বলিউডের এক সিনেমার পোস্টারকে কেন্দ্র করে সোশ্যাল মিডিয়ায় বেশ চাঞ্চল্য ছড়িয়েছে। গতকাল অর্থাৎ বৃহস্পতিবার যুব নেতা দেবাংশু নিজের ফেসবুক প্রোফাইল থেকে বলিউড সিনেমার একটি পোস্টার শেয়ার করেন।

আর সেই পোস্টারে ইংরাজী অক্ষরে লেখা রয়েছে ‘Khela Hobe’। আর সেই পোস্টে দেবাংশু নিজেই লিখেছেন ‘তবে কি সিনেমাটাই হওয়া বাকি ছিল?’

সূত্রের খবর, সুনীল সিনহার পরিচালনায় তৈরী হওয়া এই সিনেমার প্রধান ইউএসপি হলেন প্রয়াত কিংবদন্তি অভিনেতা ওম পুরী। এই সিনেমাটি মানসিক ভারসাম্যহীন এক মহিলার গল্পকে কেন্দ্র করে তৈরী হবে। এই সিনেমার অন্যতম জনপ্রিয় মুখগুলি হল অভিনেত্রী মুগ্ধা গডসে, রতি অগ্নিহোত্রী, মনোজ যোশী, কুমারী মজনু, রুশদ রানা প্রমুখ।