সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

গুগল বিশ্বজুড়ে স্ত’ব্ধ! কা’জ করছে না Youtube

গুগল (Google) কাজ করা বন্ধ করে দিয়েছিল মঙ্গলবার সকালে। এমনকি এই সার্চ ইঞ্জিন ছাড়াও Google Maps, Google Photos, Google Drive, Google Duo, GMail ও YouTube এর মত জনপ্রিয় পরিষেবা বন্ধ হয়েছিল।

মঙ্গলবার ভারতীয় সময় সকাল 6:37 – এ এই সমস্যা শুরু হয়। Downdetector ওয়েবসাইটে জানানো হয়েছে সকাল 7:07 পর্যন্ত 41,000 – এর বেশি অভিযোগ জমা পড়েছে।

তবে সকাল 7:22 থেকে ফের একবার পরিষেবা শুরু হয়েছে। মার্কিন যুক্তরাষ্ট্রে ডেটা সেন্টারে সর্ট সার্কিটের কারণেই এই বিপত্তি। এই ঘটনায় 3 জন কর্মী আহত হয়েছেন।

আরো পড়ুন: ১২ হাজার টা’কা’র কমদামের চাইনিজ স্মার্টফোন বি’ক্রি হ’বে না দেশে! ব’ড়ো পদক্ষেপ কেন্দ্রের

তাঁদের দ্রুত স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়। ডেটা সেন্টারের কাছে একটি সাব স্টেশনে কাজ করছিলেন এই কর্মীরা। সেই সময় ইলেকট্রিক লাইনে বড় বিস্ফোরণ ঘটে।

একজনকে হেলিকপ্টারের মাধ্যমে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। আহত অন্য 2 কর্মীকে অ্যাম্বুলেন্সের মাধ্যমে নিয়ে যাওয়া হয় হাসপাতালে। এই 3 কর্মীর গায়েই পুড়ে যাওয়ার ক্ষত তৈরি হয়েছে।