সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

দেশে ফিরলো Battleground Mobile India, নতুন নিয়ম কিশোর-কিশোরীদের জন্য

মোবাইল গেমার দের জন্য একটা দারুণ সুখবর এসেছে ব্যাটেল গ্রাউন্ড ইন্ডিয়া গেম। এই তথ্য দিয়ে এই গেমের নির্মাতা সোশ্যাল মিডিয়ার সবাইকে জানান দিয়েছেন। যদিও এখনও পর্যন্ত অনেকের প্লে স্টোরে এই গেম আসেনি। স্মার্টফোন ইউজাররা সম্পূর্ণ ফ্রিতে এটি ডাউনলোড করতে পারবেন।

সমস্ত বিস্তারিত তথ্য তারা জানিয়ে দিয়েছেন ক্রাফটনের মাধ্যমে। এই খেলা পুনরায় লঞ্চ করবার জন্য তারা ভারত সরকারের কাছে অনুমোদন চায়। আর ভারত সরকার অনুমতি দেওয়ায় তারা ধন্যবাদ জানিয়েছে। প্লে স্টোরে এই গেম চলে আসলেও সার্ভার সংক্রান্ত কিছু সমস্যা রয়েছে।

নানান রকম নিরাপত্তা বিধির কারণে গত বছর এই গেম বন্ধ করে দেওয়া হয়। পাবজি নিষিদ্ধ হওয়ার পরে এই গেমের জনপ্রিয়তা যথেষ্ট বৃদ্ধি পেয়েছে। এই গেমের ইকো সিস্টেম সবচেয়ে লাভবান এবং প্রতিযোগিদের মধ্যে প্রতিযোগিতার খিদে বারিয়ে দেয়।

এখন প্রশ্ন হলো কিভাবে ডাউনলোড করবেন এর জন্য অনেকেই প্লে স্টোরে যেতে পারেন। তবে ব্যাটেল গ্রাউন্ড মোবাইল ইন্ডিয়ার অফিশিয়াল সাইটে গিয়েও এই ক্লিক বাটনে ক্লিক করতে পারেন। ভারতে এই গেমের নানান প্রত্যাবর্তন হলেও নানান রকম বিধিনিষেধ কিন্তু জারি রয়েছে।

তিন মাসের জন্য শর্তসাপেক্ষে এই গেম লঞ্চ করা হয়েছে। সংস্থা তাদের পলিসিতে স্পষ্ট জানিয়েছে যাদের বয়স ১৮ বছরের কম তারা কেবল তিন ঘন্টার জন্য খেলতে পারবেন এই গেম।

তবে অভিভাবকদের সম্মতি ছাড়া এই গেম খেলা সম্ভব নয়। ৭০০০ টাকা ব্যবহার করতে পারবেন সর্বোচ্চ। জানানো হয়েছে ডাটা সুরক্ষিত রাখার জন্য ক্লাউড প্ল্যাটফর্ম মাইক্রোসফট অজর এর সঙ্গে জোট বদ্ধ হয়েছে তারা।