সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

যোগী রাজ্যে ৭০ হাজার কো’টি’র বিনিয়োগ গৌতম আদানির, কা’জ পা’বে ৩০ হাজার মানুষ

আদানি গোষ্ঠী এবার উত্তরপ্রদেশে ৭০,০০০ কোটি টাকার বিনিয়োগ করবে। গড়া হবে দক্ষিণ এশিয়ার সবচেয়ে বড় গোলাবারুদ তৈরির কারখানাও। এর জেরে ওই রাজ্যে ৩০ হাজারেরও বেশি কর্মসংস্থান হবে।

আদানি গোষ্ঠীর চেয়ারম্যান গৌতম আদানি শুক্রবার ওই বিপুল অঙ্কের বিনিয়োগের ঘোষণা করার পর এই দাবি করলেন। যোগী আদিত্যনাথ সরকারের রাজ্যে বাৎসরিক বাণিজ্য সম্মেলনে গিয়েছিলেন আদানি গোষ্ঠীর চেয়ারম্যান।

সেখানে বক্তৃতা করতে গিয়ে তিনি বলেন, উত্তরপ্রদেশে ৭০,০০০ কোটি টাকার বিনিয়োগ করছি। আশা করছি এতে ৩০ হাজারেরও বেশি চাকরির সুযোগ পাবেন কর্মপ্রার্থীরা।

আরো পড়ুন: বি’ত’র্কে’র মুখোমুখি হয়ে Mio Amore রূপঙ্করের বিজ্ঞাপনী জিঙ্গল প্র’ত্যা’হা’র ক’রে নিলো

এই বিপুল অঙ্কের মধ্যে ইতিমধ্যেই ১১,০০০ কোটি টাকার বিনিয়োগ করা হয়ে গিয়েছে বলেও জানিয়েছেন আদানি। তিনি বলেন, এ রাজ্যে আগেই ট্রান্সমিশন, বিকল্প শক্তি, পানীয় জল, অগ্রি-লজিস্টিক্স এবং আমাদের ডেটা সেন্টারের ব্যবসায় ১১,০০০ কোটি টাকার বিনিয়োগ করেছি আমরা।

এ বার রাস্তা এবং পরিবহণ কাঠামোয় আরও ২৪,০০০ কোটি টাকা ঢালা হবে। পাশাপাশি, মাল্টি-মডেল লজিস্টিক্স এবং প্রতিরক্ষা খাতে ৩৫,০০০ কোটি টাকার বিনিয়োগ করব।