সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

রিচার্জের বা’ড়’তি টা’কা বাঁ’চা’তে পরিকল্পনা TRAI-র, AIRTEL-JIO-VI প্ল্যানের খরচ অ’র্ধে’ক হতে পারে!

টেলিকম সংস্থা গুলির কোনো মায়া দয়া নেই, সাধারণ মানুষ এখন মোবাইল রিচার্জ করতেই ভয় পাচ্ছে। যে হারে বেসরকারি টেলিকম সংস্থাগুলি নিজেদের প্যাকেজের দাম বাড়াচ্ছে তা সত্যি অবাক করছে মানুষকে। ইতিমধ্যে ARPU বৃদ্ধি করতে আগামীতে ট্যারিফ খরচ আরো বাড়ানোর ইঙ্গিত দিয়েছে বেসরকারি টেলিকম সংস্থাগুলো।

যা সূত্রপাত করেছে airtel, কারণ তাদের ন্যূনতম যে প্যাক ছিল ৯৯ টাকার, সেটা এখন বন্ধ করে ১৫৫ টাকা করা হয়েছে। এবার এই সমস্ত ব্যয়বহুল রিচার্জ প্ল্যান থেকে গ্রাহকদের মুক্তি দিতে এক নতুন পন্থা অবলম্বন করছে সরকার। সূত্রের মাধ্যমে জানা যাচ্ছে হয়তো সেই নতুন পন্থা খুব শীঘ্রই কার্যকর হতে পারে দেশে।

একটি সংবাদ মাধ্যম সূত্রে জানা গিয়েছে টেলিকম রেগুলেটরি অথরিটি অফ ইন্ডিয়া যাদের ডুয়াল সিম রয়েছে তাদের ক্ষেত্রে কেবলমাত্র দ্বিতীয় সিমটিকেই ইনকামিং কলের জন্য ও এস এম এসের জন্য খোলা রাখতে চাইছে। তারা চাইছে এমন কিছু প্ল্যান নিয়ে আসার জন্য যেটা গ্রাহকদের কেবল ইনকামিং কল ও এস এম এস আসবে তার নয়, সাথে প্ল্যানের খরচ কম কমার দিকেও নজর দিচ্ছে তারা।

আরো খবর: এশিয়ার সবথেকে বড় বিমান প্রদ’র্শ’নী শুরু হলো বেঙ্গালুরুতে, অংশগ্রহণ ক’রে’ছে ৯৮টি দেশ

বর্তমানে দেশের বেশিরভাগ মানুষ কম ট্যারিফের খরচ থেকে অনেকটাই বিরত। কারণ একটাই বেসরকারি টেলিকম সংস্থাগুলি তাদের গ্রাহকদের যে ধরনের প্ল্যান অফার করছে, সেগুলোর মধ্যে রয়েছে একগুচ্ছ সুবিধা। তাই তারা ইন্ডিভিজুয়াল কোনো সুবিধা নেওয়ার চেয়ে একবারে একই রিচার্জে একগুচ্ছ সুবিধা পেয়ে , সেই দিকেই ঝুঁকছে।

মোবাইল ডেটা থেকে শুরু করে, আনলিমিটেড কলিং, ফ্রি SMS, এমনকি OTT প্ল্যাটফর্মের ফ্রি সাবস্ক্রিপশন-সহ আরও অনেক কিছু অফার করা হয়। তাই গ্রাহকেরা আর অন্য কোনোদিকে না তাকিয়ে সরাসরি এইসমস্ত প্ল্যান ব্যবহার করছে। কিন্তু এই সবের মধ্যে মনে রাখতে হবে দেশের এমন অনেক মানুষ রয়েছে যারা কিনা এখনো ফিচার ফোন ইউজ করে।

তাদের কথা মাথায় রেখে ট্রাই এমন প্ল্যান নিয়ে আসার পরিকল্পনা করছে যেগুলো সহজেই মানুষ ব্যবহার করতে পারে। তাতে ডেটার সুবিধা না থাক কিন্তু ইনকামিং কল সহ আউটগোয়িং ও এসএমএসের সুবিধা যেন থাকে।তাই রিচার্জের খরচ যদি অর্ধেক করা যায় তাহলে মধ্যবিত্ত মানুষ কিছুটা হলেও স্বস্তির নিঃশ্বাস ফেলবে।