সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

হাঁসখালি কা’ন্ড: বাবার নামেই পা’ল্টা FIR! তবে কি পরিবারকে ফাঁ’সা’নো’র চে’ষ্টা করছিল পুলিশ?

হাঁসখালির গণধর্ষণ নিয়ে সম্প্রতি উঠে আসল একটি চাঞ্চল্যকর তথ্য। এই গণধর্ষণের পর রাজ্য পুলিশ নাকি নির্যাতিতার বাবা ও দাদার নামেই এফ আই আর জাড়ি করে ।

সিবিআই এর কাছে নিজের বয়ান রেকর্ড করার সময় এই তথ্য জানতে পারেন নির্যাতিতার মা। এরপরেই তিনি তার স্বামী ও আত্মীয়র এক ছেলের নামে এফ আই আর হওয়ায় ক্ষোভ প্রকাশ করেন।

গতকাল সোমবার যখন নির্যাতিতার মা সিবিআই এর একটি অস্হায়ী ক্যাম্পে নিজের বয়ান রেকর্ড করতে যায়, তখনই এই কথা জানতে পেরে রাগে ফুসে ওঠে।এরপরেই তিনি তার ক্ষোভ উগড়ে দেন।

আরো পড়ুন: রাশিয়ার উপর থে’কে নিষেধাজ্ঞা তু’লে নেওয়া হতে পারে! হটাৎ করেই সু’র ন’র’ম বাইডেনের

তবে এই কাজ যে নিয়মের মধ্যেই পরে, সেটা জানিয়েছেন জেলা পুলিশ আধিকারিক। তিনি বলেন, ৫ ই এপ্রিল ঘটনার পরে যখন নির্যাতিতাকে শশ্মানে নিয়ে যাওয়া হয়, তখনই প্রমাণ লোপাট করার অভিযোগে সবার বিরুদ্ধেই অভিযোগ দায়ের করা হয়।

যার মধ্যে অন্যতম হল তার বাবা ও সেই দাদা। কিন্তু জানা যাচ্ছে পুলিশ কর্তাদের একাংশ এই যুক্তি মানতে নারাজ। অভিযোগ দায়ের করার সময় পুলিশের নূন্যতম বোধবুদ্ধি ব্যবহার করা উচিৎ। এমনটা যে হয়নি সেটা বোঝাই যাচ্ছে।

কারণ অভিযুক্ত রাই জোড়জবরদস্তি করেই দেহ সৎকার করে বলে জানা যাচ্ছে।ফলে চাইলেও ময়না তদন্ত করাতে পারেনি বাবা। শেষবারের মতো দেখতে মেয়েকে , বাবা শশ্মানে গিয়েছিল। এইজন্য কি তার বিরুদ্ধে অভিযোগ দায়ের করা যেতে পারে?