সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

আমেরিকার স্কুলে বন্দুকবাজের হা’ম’লা! গুলিতে প্রা’ণ গেলো ১৯ শিশুর

এলোপাথাড়ি গুলি চলল আমেরিকার টেক্সাসের এক স্কুলে। মর্মান্তিক এই ঘটনায় মৃত্যু হয়েছে ২১ জনের। যার মধ্যে ১৯ জনই ওই স্কুলটির পড়ুয়া। পুলিশের গুলিতে মৃত্যু হয়েছে বছর ১৮ এর আততায়ী কিশোরেরও।

এদিন আমেরিকার স্থানীয় সময় দুপুর দুটো নাগাদ অর্থাৎ ভারতীয় সময় অনুযায়ী গতকাল সন্ধ্যে নাগাদ টেক্সাসের রব এলিমেন্টরি স্কুলে ঢুকে পড়ে এক বন্দুকধারী কিশোর।

ওই প্রাথমিক স্কুলটিতে মোট পড়ুয়ার সংখ্যা ৬০০। স্কুলে ঢুকেই পড়ুয়া শিশুদের উপর এলোপাথাড়ি গুলি চালাতে থাকে আততায়ী। গুলিবিদ্ধ হয়ে মৃত্যু হয় ১৯ জন পড়ুয়া সহ ২০ জনের। আহত হয় অগণিত পড়ুয়া। পরে পুলিশের গুলিতে মৃত্যু হয় আততায়ীরও।

আরো পড়ুন: বিধায়ক শুধুই কি তৃণমূলের? শাসক দলের বি’রু’দ্ধে অভিযোগ শুভেন্দুর

এই মর্মান্তিক ঘটনার কথা টেক্সাসের গভর্ণর গ্রেগ অ্যাবট ট্যুইট করে জানান। জানা যাচ্ছে, পুলিশের গুলিতে নিহত ওই আততায়ীর নাম সালভাদোর রামোস। তার বয়স ১৮ বছর বলেই সূত্র মারফত খবর।

একটি রাইফেল ও একটি হ্যান্ড গান নিয়ে স্কুলটিতে হামলা চালায় সে। এহেন কান্ডে নিহত ছাড়াও আহত হয়েছে অগণিত পড়ুয়া। স্কুলটিতে হামলার খবর পেয়ে সেখানে পৌঁছান ২ পুলিশকর্মী।

তাঁদের গুলিতে মৃত্যু হয় আততায়ী কিশোরের। বর্তমানে উভালডে মেমোরিয়াল হাসপাতালে চিকিৎসাধীন আহত পড়ুয়ারা। তাদের মধ্যে কার চোট কতখানি গুরুতর তা এখনও বোঝা সম্ভব হয়নি।