Home অফবিট শ্রীরামের অযোধ্যা ফে’রা’র উৎসব হলো দীপাবলি, তবে কে’ন লক্ষ্মী-গণেশের পু’জো করা হয়...

সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

শ্রীরামের অযোধ্যা ফে’রা’র উৎসব হলো দীপাবলি, তবে কে’ন লক্ষ্মী-গণেশের পু’জো করা হয় এদিন?

আর কিছু দিনের অপেক্ষায় তার পরেই আসতে চলেছে দীপাবলীর উৎসব। ৫ দিন ধরেই দীপাবলি উৎসব পালিত হয়ে থাকে এবং চতুর্দশী দিয়ে এই উৎসবের শুরু হয় এবং শেষ হয় ভাইফোঁটা দিয়ে। দীপাবলি হলো এমন একটি উৎসব যেখানে অশুভ শক্তিকে পরাজিত করে জয় হয় শুভশক্তির। চলতি বছরের দীপাবলীর দিন পড়েছে ২৪ শে অক্টোবর। এই সময় বাঙালি এবং অবাঙালি উভয়ের ঘরে লক্ষ্মী গণেশের পুজো করা হয়। তবে এই দীপাবলি উৎসব এর সঙ্গে কিন্তু নাম জড়িত রয়েছে শ্রীরামচন্দ্র।

এই দিনে ১৪ বছর বনবাস শেষ করে রাবণকে বধ করে অযোধ্যায় ফিরেছিলেন রামসীতা এবং লক্ষণ। প্রধানত রাম সীতা লক্ষণ এই দিনে অযোধ্যায় ফিরে আসার উপলক্ষে প্রদীপ দিয়ে সাজানো হয়েছিল অযোধ্যা নগরীতে। তাহলে এই রামের পুজো না হয়ে কেন লক্ষ্মীনারায়ণের পুজো করা হয়? এই বিষয়গুলি কি কখনো ভেবে দেখেছেন আসুন এই বিষয়গুলি সম্পর্কে আমরা এই প্রতিবেদনে আলোচনা করব।

হিন্দু পুরাণ অনুযায়ী কথিত আছে এক গরীব ব্রাহ্মণ ছিলেন তাঁর দারিদ্র্যতা দেখে এক সন্ন্যাসী তাকে লক্ষ্মীর আরাধনা করার জন্য পরামর্শ দিয়েছিলেন। বর্তমান যুগ হলো কলি যুগ, এই যুগে মানুষ সব থেকে বেশি ধন-সম্পদ চায় সেই কারণেই দেবী লক্ষ্মীর আরাধনা করে থাকেন।

আরো পড়ুন: প্রধান শিক্ষক পদে আবেদন ক’র’তে হলে কি যো’গ্য’তা প্রয়োজন? জানুন বি’শ’দে

আরো এক পুরাণ অনুযায়ী কথিত রয়েছে যে সময় দীপাবলি অনুষ্ঠিত হয় সেই সময় লক্ষ্মীর স্বামী অর্থাৎ বিষ্ণুদেব নিদ্রায় যান এবং এই সময় অশুভ শক্তির বিনাশের গল্প দীপাবলীর সঙ্গে জড়িত রয়েছে। কথিত আছে যে শ্রীকৃষ্ণের হাতের নরকাসুর এই দিনে বধ হয়েছিল, অন্যদিকে রাবণকে বধ করল শ্রীরাম তার ঘরে ফিরে এসেছিলেন। এইদিন অশুভ শক্তির বিনাশ এবং শুভ শক্তির জয় হয়। সেই কারণেই দিন সম্পদ এবং সমৃদ্ধির জন্য লক্ষ্মী দেবীর আরাধনা করা হয়।

পুরাণকথা অনুযায়ী বলা হয় যে সন্তানহীন থাকার জন্য লক্ষ্মী তার মা পার্বতীর কাছ থেকে গনেশকে দত্তক নিয়েছিলেন এবং লক্ষ্মী জানিয়েছিলেন যে, সমস্ত ধন সম্পত্তির অধিকার থাকবে। তিনি আরো জানিয়েছিলেন, গণেশের আরাধনা না করলে তাকে প্রশন্ন করা সম্ভব না। এই কারনেই দীপাবলি দিনে লক্ষী এবং গণেশের পুজো করা হয়। গনেশ হলো জ্ঞানের দেবতা, জ্ঞান থাকলে সম্পদ সঠিক ব্যবহার করা যাবে সেই কারণেই গনেশকে প্রশন্ন করার জন্য দীপাবলীর দিন লক্ষী এবং গনেশকে একসঙ্গে পুজো করা হয়।