সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

বিরাট ঘাটতি বৃষ্টির, কেমন থাকবে পশ্চিমবঙ্গের আবহাওয়া?

দক্ষিণবঙ্গের প্রথম থেকেই বৃষ্টির ঘাটতি রয়েছে, গত জুলাই মাসে যেটা স্পষ্ট দেখা গেছে, এবার আগস্ট মাসেই কি তেমনটা হতে চলেছে? দক্ষিণবঙ্গের জন্য কোন সুখবর শোনাতে পারছে না আলিপুর আবহাওয়া দপ্তর, কারণ আপাতত ভারী বৃষ্টির কোনো সম্ভাবনা নেই দক্ষিণবঙ্গে।

উত্তরবঙ্গের তুলনামূলক বৃষ্টি কমেছে ঠিকই, কিন্তু দক্ষিণবঙ্গের বৃষ্টি বাড়ার কোনো সম্ভাবনা নেই বললেই চলে। গত কয়েকদিন থেকে কলকাতায় আর্দ্রতা জনিত অস্বস্তি আরো বেশি বৃদ্ধি পেয়েছে।

কারণ সকাল থেকে কলকাতার আকাশ থাকে মেঘলা, যার কারণে ভ্যাপসা গরম আরও বেশি বৃদ্ধি পায়। আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে জানা গেছে, আজ বৃহস্পতিবার কলকাতা শহর জুড়ে হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

আরো পড়ুন: তাঁতের শাড়ি মাত্র ১০ টা’কা’য়! Youtube-এ বিজ্ঞাপনের ফাঁ’দে পড়ে সব হারালেন ব্যবসায়ী

বাতাসে জলীয় বাষ্প পরিমাণ অত্যাধিক বেশি থাকায় অস্বস্তি দিনের পর দিন বৃদ্ধি পাচ্ছে। কিছু কিছু জায়গায় হালকা থেকে মাঝারি আবার কিছু কিছু জায়গায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে ঠিকই, কিন্তু সেগুলোও দু-এক পশলা।

মোট কথা বোঝা যাচ্ছে স্বস্তির বৃষ্টি দক্ষিণবঙ্গে নেই বললেই চলে। আজ কলকাতার তাপমাত্রা ২৭.৮ ডিগ্রি সেলসিয়াস এবং গতকাল শহরের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩২.২ ডিগ্রি সেলসিয়াস।

দক্ষিণবঙ্গে এখনও বৃষ্টির ঘাটতি রয়েছে ৪৭% এর মতো। জুন মাস থেকেই এই বৃষ্টির ঘাটতি রয়েছে। মোট কথা মৌসুমী বায়ু দুর্বল থাকার কারণে এই অবস্থা দক্ষিণবঙ্গে। তবে সামনে কোনো আশার খবর আছে কিনা তা এখনও বলা যাচ্ছে না। তবে উত্তরবঙ্গে ৪% বেশী বৃষ্টি হয়েছে বলে জানা যাচ্ছে।