সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

খুব সস্তার বাইক ল’ঞ্চ করলো Yamaha, দা’ম শুনলেই ছু’টে যাবেন কিনতে!

পুরুষদের জীবনের চাহিদাগুলির মধ্যে অন্যতম একটি নিজের পছন্দসই মোটরবাইক কেনা। বাইক কেনার আগেই আমরা বাইকের ফিচার্স, মাইলেজ, গাড়ির রঙ সবই দেখে নেই। Yamaha কোম্পানির মোটর বাইকের চাহিদা উত্তরোত্তর বেড়েই চলেছে।

গ্রাহকদের চাহিদার কথা মাথায় রেখে Yamaha তাদের জনপ্রিয় YZF-R15 V4 মোটরসাইকেলটিকে আপডেট করেছে। আপডেট করা বাইকটি “ডার্ক নাইট” রঙের,যা দেখতে খুবই আকর্ষণীয় লাগছে।এই মডেলটির দাম রাখা হয়েছে 1.82 লক্ষ টাকা।

এছাড়া বাইকটি লাল, নীল এবং ইন্টেন্সিটি হোয়াইট রঙেরও ভেরিয়েন্ট রয়েছে যেগুলির এক্স-শোরুম দাম যথাক্রমে 1.81 লক্ষ, 1.82 লক্ষ এবং 1.86 লক্ষ টাকা। বাইকটির ইঞ্জিন খুবই শক্তিশালী। 155cc-র সিঙ্গেল-সিলিন্ডার, লিকুইড-কুলড যা 18.4bhp এবং 14.2Nm শক্তি উৎপন্ন করতে সক্ষম।

এছাড়া, বাইকটিতে সামনের চাকায় রয়েছে 282 মিমি ডিস্ক এবং পেছনের চাকায় 220 মিমি ডিস্ক ব্রেক। আপদকালীন সময়ের জন্যে ABS (অ্যান্টি-লক ব্রেকিং সিস্টেম) রয়েছে। এই বাইকের গ্রাউন্ড ক্লিয়ারেন্স 170mm, যা ভারতীয় রাস্তার জন্যে যথেষ্ট।

এছাড়াও, এই বাইকে রয়েছে বাই-ফাংশনাল হেডলাইট, এলইডি পজিশন লাইট, সাইড স্ট্যান্ড ইঞ্জিন কাট-অফ সুইচ, সম্পূর্ণ ডিজিটাল এলসিডি মিটার কনসোল, ট্র্যাকশন কন্ট্রোল সিস্টেম এবং ইয়ামাহা ওয়াই-কানেক্ট অ্যাপ ইত্যাদি ।

সম্প্রতি পাওয়া খবর অনুয়ায়ী, কোম্পানি ভারতে তাদের R3 মডেল এবং Yamaha MT-03-ও নতুন করে লঞ্চ করার পরিকল্পনা করছে।