সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

নয়া বছরে এই কোম্পানির এই মডেল গুলোর দা’ম চরচরিয়ে বা’ড়’বে!

বর্তমানে দুই চাকা ছেড়ে মানুষজন ৪ চাকার দিকে বেশী মনোনিবেশ করছে। আর সেই কারণেই সময়ে সাথে সাথে মূল্য ও চাহিদা দুইই বৃদ্ধি পাচ্ছে। ২০২২ সালের তুলনায় এবার ২০২৩ সালে বিভিন্ন সংস্থার গাড়ি গুলোর দাম বৃদ্ধি পাচ্ছে। আপনি কি নতুন বছরের নতুন গাড়ি কেনার চিন্তা ভাবনা করছেন?

তাহল এবলে রাখি ২০২৩ সালে শুরুতেই কিন্তু গাড়ির দাম বাড়ানোর পরিকল্পনা করছে বিভিন্ন সংস্থা, কেন্দ্রের নতুন নিয়ম ও উতপাদন খরচ বৃদ্ধি পাওয়ার কারণেই গাড়ির দাম বৃদ্ধি পাচ্ছে। ২০২৩ সালে এপ্রিল মাস থেকেই গাড়ি বিক্রিতে নতুন নিয়ম লাগু হচ্ছে।

২০২৩ সালের সমস্ত নতুন গাড়িতে ইন্সটল করা থাকবে সেলফ ডায়াগ্নস্টিক ডিভাইস । যেটা গাড়ির নির্গমন রিয়েল টাইমে মনিটর করতে পারবে। আগামী বছর যে সমস্ত গাড়ির সংস্থা তাদের গাড়ির দাম বৃদ্ধি করার পরিকল্পনা করছে সেগুলো হল Hyundai, Tata Motors, Mercedes-Benz, Audi, Renault, Kia India ও MG Motor।

আরো খবর: “মা আমাকে টা’কা পাঠাও”, WhatsApp-এ নয়া ফাঁ’দ প্র’তা’র’ক’দের

এদিকে জাপানি সংস্থা হোন্ডা জানিয়েছে , ২৩ জানুয়ারি থেকে গাড়ির দাম ৩০০০০ টাকা পর্যন্ত বৃদ্ধি পেতে পারে। সব থেকে দাম বৃদ্ধি ঘটবে এম জি হেক্টর সংস্থার গাড়ির, সংস্থা জানিয়েছে এস ইউ ভির দাম ৯০ ০০০ টাকা পর্যন্ত বৃদ্ধি হতে পারে। তারপরে কিয়া তাদের বিভিন্ন মডেলের দাম ৫০০০০ টাকা পর্যন্ত বৃদ্ধি হতে পারবে।।