Home আন্তর্জাতিক ঘোড়াকে দৌ’ড়ে হারিয়ে দিয়েছেন রিকি, পুরস্কার হিসেবে পেলেন ৪ লক্ষ টা’কা

সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

ঘোড়াকে দৌ’ড়ে হারিয়ে দিয়েছেন রিকি, পুরস্কার হিসেবে পেলেন ৪ লক্ষ টা’কা

কথাতেই আছে পৃথিবীর সব থেকে দ্রুততম প্রাণী হচ্ছে ঘোড়া, সুতরাং এটাই স্বাভাবিক ঘোড়ার সঙ্গে কেউই দৌড়ে সফল হতে পারবে না। তবে এরকম যদি কেউ করতে পারে তাহলে বলতে হবে একদম ব্যাতিক্রম।

আসলে এটা যেমন কথায় আছে যে পৃথিবীর সব থেকে দ্রুততম প্রাণী ঘোড়া, তেমনি এটাও কথায় আছে যে মানুষ পারেনা এমন কোন কাজ গোটা পৃথিবীতে নেই।

বাস্তবে সেরকমই কিছু ঘটেছে যুক্তরাষ্ট্রের ওয়েলসে প্রতিযোগিতায়, যেখানে ৩৬ কিলোমিটার ঘোড়ার সঙ্গে দৌড়ে রিকি প্রথম হয়েছেন। শুধুমাত্র একটা ঘোড়া নয় গোটা পঞ্চাশটা ঘোড়াকে পিছনে ফেলে সে এই দৌড়ে প্রথম হয়েছেন।

আরো পড়ুন: বর্ষার আগমনীর সু’র দক্ষিণবঙ্গ জু’ড়ে! কেমন থা’ক’বে কলকাতার আবহাওয়া?

এরকমই একটি ব্যতিক্রমী প্রতিযোগিতা হয়েছিল ১৯৮০ সালে। এই বর্তমান সময় পর্যন্ত মাত্র তিনজনের ঘোড়ার সঙ্গে প্রতিযোগিতায় জিতেছে।

ক্যানারি দ্বীপপুঞ্জ টেনেরিফে থেকে এসেছে রিকি এবং এই প্রতিযোগিতায় যোগদান করার জন্য তাকে দীর্ঘ পথ অতিক্রম করে আসতে হয়েছিল। ২৯ ঘন্টা জেগে এরপরেই নামতে হয়েছিল মাঠে প্রতিযোগিতায়।

তবে মজার কথা এই যে তিনি যে প্রথম হয়েছেন সেটা তিনি প্রথমে বুঝতেই পারেননি, পরে জিজ্ঞাসা করে সকলকে জেনেছেন যে তিনি ১ হাজার মানুষ এবং ৫০ টা ঘোড়াকে পিছনে ফেলে সবার আগে এগিয়ে এসেছেন।

গোটা রাস্তা অতিক্রম করতে সময় লেগেছে ২ ঘন্টা ২২ মিনিট ২৩ সেকেন্ড। এই প্রতিযোগিতায় জেতার জন্য তাঁকে দেওয়া হয়েছে চার লক্ষ টাকা পুরষ্কার হিসেবে।