সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

দুপুর সা’ড়ে ৩ টেই এই ৩ দ্বীপে নতুন বছর শুরু হ’য়ে যা’বে, কোন দেশে হয় প্রথম বর্ষবরণ?

আর মাত্র কয়েক ঘন্টার অপেক্ষা তারপরেই নতুন বছরে পদার্পণ করবো আমরা সকলে। কাল কত নতুন প্ল্যানিং এর সাথে পালিত হবে নতুন বছরের আরম্ভটা। কিন্তু প্রতিটা দেশে এক সময়ে নতুন বছর কিন্তু পড়বে না। কারন আমরা সকলেই জানি পৃথিবী পশ্চিম থেকে পূর্ব দিকে ঘোরে।

আর সে কারণেই পূর্ব দিকের দেশগুলিতে সবার আগে সূর্যোদয় হয়। আর সেই কারণেই আমেরিকার পশ্চিমে হাওল্যান্ড ও বেকার আইল্যান্ডে সবার শেষে শুরু হবে নতুন বছর। গ্রিনিচে তখন দুপুর ১২টা বাজবে। ভারতে বাজবে বিকেল সাড়ে ৫টা। কারন পৃথিবীর সব দেশ যাতে একে অন্যের সময়ের সঙ্গে তাল মিলিয়ে চলতে পারে, তার জন্য ইংল্যান্ডের গ্রিনিচ শহরের সময়কে প্রমাণ হিসাবে ধরা হয়।

একেই ‘গ্রিনিচ মিন টাইম’ বা জিএমটি বলে। এই রেখা অনুযায়ী প্রশান্ত মহাসাগরের টোঙ্গা, কিরিবাটি ও সামোয়া নামের ছোট ছোট তিনটি দ্বীপে সবার আগে শুরু হবে ১ জানুয়ারি। জিএমটি অনুযায়ী সকাল ১০টায় ২০২৩-এ প্রবেশ করবে এই দ্বীপগুলি। ভারতে তখন বাজবে বিকেল সাড়ে ৩টে।

আরো খবর: নতুন বছর শু’রু হ’চ্ছে কিছুক্ষণ পরেই, ভারতীয়রা কেমন ভাবে নিউ ইয়ার পালন করতে চায়? চা’ঞ্চ’ল্য’ক’র ত’থ্য

তাই সব দেশ একই সময়ে নতুন বছর উজ্জাপন হয়তো করে উঠতে পারবে না তবে সকলে সকল দেশের সময় অনুযায়ী নতুন বছর কে স্বাগতম জানাতে শেষ প্রস্তুতি নিতে শুরু করে দিয়েছে সে আর বলার অপেক্ষা রাখে না।

ভগবানের কাছে সকলের একটাই প্রার্থনা থাকবে যাতে আগামী দিনগুলো খুব ভালো কাটে। কোনো রকম মহামারী আর কাবু করতে না পারে দেশবাসীর। সব কিছু মঙ্গলময় হয়।