সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

নতুন বছর শু’রু হ’চ্ছে কিছুক্ষণ পরেই, ভারতীয়রা কেমন ভাবে নিউ ইয়ার পালন করতে চায়? চা’ঞ্চ’ল্য’ক’র ত’থ্য

রাত পোহালেই নিউ ইয়ার। সকলের প্রস্তুতি তুঙ্গে। প্রতিটা মানুষই তাঁদের নিজেদের ইচ্ছে মত করে সেলিব্রেট করতে চায় এই দিনটা। কিন্তু বেশিরভাগ দেশের মানুষই দেখা যায় বাইরে বন্ধুদের সাথে পার্টি করে সময়টা কাটান। কিন্তু সম্প্রতি আমাদের ভারতীয়দের উপর করা সমীক্ষায় দেখা গেছে যে ভারতীয়রা নিজের পরিবারের প্রিয়জনদের নিয়ে বাড়িতে থেকেই নতুন বছরকে স্বাগত জানাতে চলেছেন অর্ধেকের বেশি ভারতীয়।

বাড়ির বাইরে গেলেও পরিবারের সঙ্গেই আনন্দ করার কথা সমীক্ষায় জানিয়েছেন অনেকে। তাঁদের কাছে নিউ ইয়ার পার্টি মানে শুধুই বন্ধুদের সঙ্গে সেলিব্রেশন নয়! বদলে বাড়ির লোকের সাথে গান বাজনা খাওয়া দাওয়া গল্প গুজব করেই কাটানোকে বেশি প্রাধান্য দিচ্ছেন। ভারতীয়দের বর্ষবরণের পরিকল্পনা নিয়ে সমীক্ষা চালিয়েছিল সোশ্যাল মিডিয়া ভিত্তিক সংস্থা লোকাল সার্কেলস।

দেশের ৩১২টি জেলায় ১৩ হাজারের বেশি মানুষের মধ্যে সমীক্ষা চালায় এই সংস্থা। যাদের ৩৭ শতাংশ ছিলেন মহিলা। সমীক্ষায় অংশগ্রহণকারীদের কাছে প্রশ্ন ছিল, “২০২৩ কে স্বাগত জানাতে কি পরিকল্পনা রয়েছে?” সেখান থেকেই জানা যাচ্ছে সমীক্ষায় অংশ নেওয়া ১৯ শতাংশ ভারতীয় জানিয়েছেন তাঁরা ইংরিজি নববর্ষে সাধারণত কোনও উৎসবই করেন না!

আরো খবর: রেশন তো বিনামূল্যেই পা’চ্ছে’ন! কত টা’কা ভ’র্তু’কি দি’চ্ছে কেন্দ্র? রেশন স্লিপেই থাকবে টা’কা’র অঙ্ক

এছাড়াও কিছু অংশগ্রহণকারী ১৩০৩১ জনের ৫৫ শতাংশ জানিয়েছেন, পরিবারের সঙ্গে বাড়িতেই থাকবেন তাঁরা। মাত্র দুই শতাংশ পরিবারের সঙ্গে নববর্ষ উপলক্ষে কোনও সামাজিক অনুষ্ঠানে যোগ দেবেন। পরিবারের সঙ্গে রেস্তরাঁয় খেতে যাবেন তিন শতাংশ মানুষ।

বড় নিউ ইয়ার পার্টিতে যোগ দেওয়ার পরিকল্পনার কথা জানিয়েছেন দুই শতাংশ ভারতীয়। সমীক্ষা বলছে, বন্ধুর বাড়িতে গিয়ে উৎসব করতে চান ১২ শতাংশ ভারতীয়। করোনা পরিস্থিতির জন্য নতুন বছরে উৎসব করবেন না বলেও জানিয়েছেন সমীক্ষায় অংশ নেওয়া ৫ শতাংশ ভারতীয়।