সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

রেশন তো বিনামূল্যেই পা’চ্ছে’ন! কত টা’কা ভ’র্তু’কি দি’চ্ছে কেন্দ্র? রেশন স্লিপেই থাকবে টা’কা’র অঙ্ক

নতুন বছর পড়তেই নতুন পদক্ষেপ নিতে চলেছে কেন্দ্রীয় সরকার। ভারতের রেশন ব্যবস্থা নিয়ে এক বড়সড় পদক্ষেপের মুখে কেন্দ্র। ২০২৩ সালের প্রথম দিন থেকে খাদ্য সুরক্ষা আইনের আওতায় থাকা দেশের ৮০ কোটি মানুষজন বিনামূল্যে রেশন পাবেন। এরমধ্যেই এক নজিরবিহিন পদক্ষেপ নিয়ে হাজির কেন্দ্র। নিখরচায় রেশন দিতে গিয়ে সরকারকে কত টাকা ভর্তুকি দিতে হচ্ছে এবার সেটা নিজেই জানতে পারবেন উপভোক্তা। এই সংক্রান্ত একটি অভিনব সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্র।

বিনামূল্যে রেশনে পাঁচ কেজি চাল বা গম নিলে গ্রাহকের যে বিল দেওয়া হবে সেখানে তাদের পাওনা শূন্য লেখা থাকবে। বিনামূল্যে ওই চাল গম সাধারণ মানুষকে দিতে গিয়ে সরকারকে কত ভর্তুকি দিতে হবে সেটাও লেখা থাকবে ওই বিলে। সেই সঙ্গে কেন্দ্র যে পুরোপুরি নিজের পকেটের পয়সা থেকে রেশন দান করছে সেটাও প্রচার করতে প্রতিটি রেশন দোকানের বাইরে টাঙ্গানো থাকবে বড় বোর্ড।

কেন্দ্র জানিয়ে দিয়েছে, এতদিন খাদ্য সুরক্ষা আইনে ৮১.৩৫ কোটি মানুষকে ভর্তুকি দিয়ে চাল গম বিলি করা হতো। চালের জন্য সাধারণ মানুষকে ৩ টাকা প্রতি কেজি এবং গমের জন্য দু টাকা দিতে হতো। বাকি টাকা কেন্দ্র ভর্তুকি দিত। এবার থেকে কেন্দ্র আর রাজ্য পৃথক পৃথকভাবে কত টাকা দিচ্ছে সেইসব তথ্য জানতে পারবেন গ্রাহকরা।

আরো খবর: পোস্ট অফিসের স’ঞ্চ’য় স্কী’মে কাল থেকে মি’ল’বে বাড়তি সু’দ

রাজ্য সরকার যদি বাড়তি পণ্য দেয় সেক্ষেত্রেও আলাদা করে বায়োমেট্রিক করার নির্দেশ দিয়েছে সরকার। তবে এই প্রথম নয় দেশের বয়স্ক নাগরিকদের জন্য কমদামী রেলের টিকিট দেওয়ার সময়ও কেন্দ্রের ভর্তুকির পরিমাণ লেখা থাকতো টিকিটের পিছনে।

রান্না গ্যাসের ভর্তুকি উঠে গেলেও সেই খরচের পরিমাণ গ্রাহকদের ব্যাংক একাউন্টে জমা করবার সময় সিলিন্ডার পিছু কত টাকা ভর্তুকি দেওয়া হত তা লেখা থাকতো। এবারের রেশন ব্যবস্থার ক্ষেত্রেও একই পদক্ষেপ নিল কেন্দ্রীয় সরকার।