সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

পোস্ট অফিসের স’ঞ্চ’য় স্কী’মে কাল থেকে মি’ল’বে বাড়তি সু’দ

কেন্দ্রীয় সরকার দেশবাসীকে নতুন বছরের উপহার দিল। এনএসসি, পোস্ট অফিস টার্ম ডিপোজিট এবং সিনিয়র সিটিজেন সেভিংস স্কিমের সুদের হার বৃদ্ধি করা হল। যদিও পিএফের সুদের হারে কোনও পরিবর্তন হয়নি। ১ জানুয়ারি থেকে নতুন সুদের হার কার্যকর হবে। কেন্দ্রীয় সরকার পোস্ট অফিসের এক থেকে পাঁচ বছরের মেয়াদী আমানতের সুদের হার বাড়িয়েছে৷

এর পাশাপাশি সিনিয়র সিটিজেন স্কিম, মাসিক ইনকাম স্কিম, ন্যাশনাল সেভিংস সার্টিফিকেটের জন্যও সুদের হার বেড়েছে। ন্যাশনাল সেভিংস সার্টিফিকেটে ১ জানুয়ারি থেকে ৭ শতাংশ হারে সুদ পাওয়া যাবে। বর্তমানে মেলে ৬.৮ শতাংশ। ১ জানুয়ারি থেকে সিনিয়র সিটিজেন সেভিংস স্কিমে বিনিয়োগে ৮ শতাংশ হারে সুদ দেওয়া হবে।

বর্তমানে তা ৭.৬ শতাংশ। মাসিক আয় প্রকল্পের সুদের হারও ৬.৭ শতাংশ থেকে বেড়ে ৭.১ শতাংশ করা হয়েছে। ১ থেকে ৫ বছরের পোস্ট অফিসের মেয়াদি আমানতের স্কিমগুলিতে সুদের হার ১.১ শতাংশ বৃদ্ধি করা হয়েছে।

আরো খবর: বেশরম গানে দীপিকার পোশাক নিয়ে মো’ক্ষ’ম জ’বা’ব বিশ্বসুন্দরীর, ঐশ্বর্যর কথার প্র’শং’সা নেটিজেনদের

অর্থ মন্ত্রকের বিজ্ঞপ্তি অনুসারে, সঞ্চয় প্রকল্পে সুদের হার জানুয়ারি থেকে মার্চ পর্যন্ত ত্রৈমাসিকের জন্য ০.২০ থেকে ১.১০ শতাংশ বৃদ্ধি করা হয়েছে। কিষাণ বিকাশ পত্রের সুদের হার বাড়িয়েছে সরকার। কিষাণ বিকাশপত্রে ১২৩ মাসের জন্য ডিসেম্বর ত্রৈমাসিকে ৭% সুদের হার মিলছিল এখন ১২৩ মাস সময়ের জন্য ৭.২% শতাংশ হারে সুদ পাওয়া যাবে।

তবে, পাবলিক প্রভিডেন্ট ফান্ড স্কিমের সুদের হারে কোনও পরিবর্তন হয়নি। ডিসেম্বর ত্রৈমাসিকের মতো জানুয়ারি থেকে মার্চেও সুদের হার রয়েছে ৭.১ শতাংশে।

সরকার পাবলিক প্রভিডেন্ট ফান্ড এবং সুকন্যা সমৃদ্ধি যোজনার মতো স্বল্প সঞ্চয় প্রকল্পে জানুয়ারি-মার্চ ত্রৈমাসিকে সুদের হার বাড়ানো বা কমানো হয়নি। কন্যাসন্তানদের জন্য সুকন্যা সমৃদ্ধি যোজনার সুদের হার ৭.৬ শতাংশ।