সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

অভিষেকের বৈ’ঠ’কে অনুপস্থিত মিমি-নুসরত, শো’ক’জ করলো দ’ল

সাংসদ-অভিনেত্রী নুসরত জাহান এবং মিমি চক্রবর্তী তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বৈঠকে অনুপস্থিত ছিলেন। তৃণমূল কংগ্রেস অনুপস্থিতির কারণ জানতে চেয়ে তাঁদের শোকজ করল। দ্রুত জবাব দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।তবে, মঙ্গলবার দিল্লিতে তৃণমূলের সংসদীয় কমিটির বৈঠকে ছিলেন না শিশির অধিকারী এবং দিব্যন্দু অধিকারী। তাঁদের অবশ্য শোকজ করা হয়নি। দলের অন্দরে শৃঙ্খলা আনতে তৎপর অভিষেক বন্দ্যোপাধ্যায়।

অভিষেক বন্দ্যোপাধ্যায় সেই লক্ষ্যে দলীয় সাংসদদের একাধিক নির্দেশিকা দিলেন। অভিষেক সাফ নির্দেশ, অধিবেশনে তৃণমূলের সাংসদদের ৯৭ শতাংশ হাজির থাকতেই হবে। সকল সাংসদদেরই অধিবেশনে অংশ নিতে হবে। সংসদের বিভিন্ন কর্মসূচিতে অংশ নিতে হবে তাঁদের। অভিষেকের আরও নির্দেশ, সকাল সাড়ে দশটার মধ্যে সাংসদদের তৃণমূলের দলীয় কার্যালয়ে হাজির হতে হবে সাংসদদের।

অভিষেক এদিন দিল্লিতে দলীয় সাংসদদের নিয়ে বৈঠকে বসেছিলেন। চলতি অধিবেশনে তৃণমূলের রণকৌশল ঠিক করতে আলোচনা হয় সেখানে। কিন্তু সেই বৈঠকেই ছিলেন না দুই তারকা সাংসদ মিমি এবং নুসরত।

ইতিপূর্বে সংসদে একাধিক গুরুত্বপূর্ণ বিল পাসের সময় সংসদে গরহাজির থেকেছেন সাংসদ-অভিনেত্রীরা। তা নিয়ে বিতর্কও হয়েছিল। এই প্রথমবার নয়, বাদল অধিবেশনের শুরুতেও দিল্লিতে সাংসদদের নিয়ে বৈঠক করেছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। সেখানেও দলের শৃঙ্খলা রক্ষা নিয়ে কড়া বার্তা দিয়েছিলেন তিনি। সংসদে সাংসদদের ১০০ শতাংশ হাজিরারও নির্দেশ দিয়েছিলেন।