Home অফবিট বাড়িতে কি খুব ইঁদুরের উ’ৎ’পা’ত? এর অ’র্থ কি জানেন?

সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

বাড়িতে কি খুব ইঁদুরের উ’ৎ’পা’ত? এর অ’র্থ কি জানেন?

ইঁদুরের কথা গল্প কথাতেই ভালো লাগে। কেন টুকটুক করে ইঁদুর সমস্ত জাল কেটে সিংহকে উদ্ধার করেছিল। আবার ছোট ছোট শিশুদের দাঁত পড়ে গেলে বাবা মায়েরা বলেন, দাঁত ইঁদুরের গর্তে ফেলে দিয়ে এসো তাহলে ইঁদুরের মত শক্ত দাঁত গজায়। এমন একটি কথা বছর বছর বছর আমরা শুনে অভ্যস্ত।

ইঁদুরের উৎপাত বাড়িতে হলে একেবারেই আমাদের ভালো লাগে না। সমস্ত ঘরের জিনিসপত্র নষ্ট করে যদি তাই স্বভাবতই মন খারাপ কার না হয়। তবে যদি প্রথম থেকে এটি নিবারণ না করেন তাহলে বড়োসড়ো কোন সমস্যা অদূর ভবিষ্যতে আপনার জন্য অপেক্ষা করে থাকবে বলেই লোকবিশ্বাস।

ইঁদুর যদি আপনার জামা কাপড় ছেড়ে দেয় তাহলে সেটি দুর্ভাগ্যের প্রতীক হিসেবে প্রতিপন্ন হতে পারে। ইঁদুর যদি আপনার ঘরের বারান্দায় সবসময় কুটকুট করে আওয়াজ করে তাহলে মনে হবে এটি একটি অমঙ্গলের প্রতীক। ইঁদুর যদি বেডরুমে ঝুলে ঝুলে ঘুরে বেড়ায় তাহলে প্রিয়জনের মৃত্যু সংবাদে আসার আশঙ্কা করা হয়।

কোন কোন দেশে ইঁদুর অথবা rat শব্দটি উচ্চারণ করা একেবারেই নিষিদ্ধ। করবে সে যদি ভুল করে এই নামটি উচ্চারণ করা হয় সঙ্গে সঙ্গে তাকে প্রায়শ্চিত্ত করতে হয়। প্রায়শ্চিত্ত করার তিনটি পথ একটা হল, এবার শব্দটি একটি কাঠের টুকরো স্পর্শ করে বলে যেতে হবে। অন্যথায় উচ্চারণের পরপর হুইসেল দিতে হবে। আমরা করা যায় ইদুর কথাটি বলার সঙ্গে সঙ্গে ফিঙ্গার ক্রস করতে হবে।