সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

পৃথিবীর দিকে ধে’য়ে আ’স’ছে গ্রহাণু, কি প্র’ভা’ব পড়বে আমাদের উ’প’র?

মহাকাশে সৃষ্ট আলোড়ন যা মানুষের ওপর প্রভাব ফেলতে পারে দারুন ভাবে, এই বিষয় নিয়ে ইতিহাস সাক্ষী আছে । কারণ এর আগেও এমন কিছু মহাজাগতিক ঘটনার সাক্ষী থেকেছে পৃথিবী, যার খেসারত হয়তো গুনতে হচ্ছে মানবজাতিকে। এবারও হয়তো তেমন এক মহাজাগতিক আলোড়নের দরুন, দারুণ প্রভাব পড়তে চলেছে পৃথিবীর উপর।

নাসার গবেষকরা জানিয়েছে এমনি এক তথ্য , কারণ পৃথিবীর দিকে ধেয়ে আসছে এক বিশাল গ্রহাণু , যা কিনা পৃথিবীর একেবারে কানের পাশ দিয়ে বেরিয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। পৃথিবীর পাশ দিয়ে বেরিয়ে যাওয়ার সময় পৃথিবী থেকে এর দূরত্ব থাকবে ৬ লক্ষ ৮৬ হাজার কিলোমিটার।

তবে মহাজাগতিক ক্ষেত্রে এই দূরত্ব নগণ্য বলে মনে করেছে বিজ্ঞানীরা।  তবে ভালো কথা হলো এই গ্রহাণুর আয়তন খুবই ছোট, স্ট্যাচু অফ লিবার্টির থেকেও ছোটো। ৩০ সেমি বা তার চেয়েও বড় টেলিস্কোপের দ্বারা এটি দেখা সম্ভব।

আরো খবর: ন’য়া ফটোশ্যু’টে বুঁ’দ নেট দু’নি’য়া, লা’স্য’ম’য়ী কিয়ারার ছবি ঝ’ড় তু’ল’লো সোশ্যাল মিডিয়ায়

এই গ্রহানুর নাম রাখা হয়েছে ২০১৫ আরএন৩৫’ এই গ্রহাণুর আয়তন এতটাই ছোট যে এর দৃশ্যমানতা স্বাভাবিক ভাবেই কম হবে। বিজ্ঞানীরা জানিয়েছে রাতের আকাশে প্লুটোর যে দৃশ্যমানতা রয়েছে তেমনি এর দৃশ্যমানতা।