সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

এলিয়েন নি’য়ে গবেষণা করছে নাসা! উ’ল্টে কি বি’প’দ ডে’কে আনছে পৃথিবীর জন্য?

এই পৃথিবী সৌরজগতের একটি অংশমাত্র ভাবলেই কেমন অবাক লাগে কিন্তু বৈজ্ঞানিক ভাবে এটাই বাস্তব কথা। গোটা সৌরজগতের আমরা একটি অংশমাত্রে বসবাস করছি।

পৃথিবী নামক গ্রহের বাইরে রয়েছে সৌরজগৎ যেখানে রয়েছে একাধিক গ্রহ নক্ষত্র। সৌরজগতে কি আছে না আছে সেই বিষয়ে বহু বছর ধরেই পরীক্ষা-নিরীক্ষা করে চলেছে বিজ্ঞানীরা। এই অনুসন্ধানের প্রথম প্রশ্ন বাস্তবে কি এলিয়েন সত্যি রয়েছে?

এলিয়েন বিষয়ে বিশালভাবে গবেষণা চালাচ্ছে নাসা। আদেও কোন গ্রহে এলিয়েন আছে কিনা সে ব্যাপারে জানার জন্য এবার মহাকাশে একটি সাংকেতিক বার্তা পাঠিয়েছে নাসা।

আরো পড়ুন: আমি বাঁচতে চাই! কিন্তু বাঁ’চা’র উ’পা’য় নেই, বীভৎস চিৎকার করতে করতে সাপের পে’টে চ’লে গে’ল ব্যাঙ

বৈজ্ঞানিকদের একাংশের দাবি, যদি এই বার্তা গোটা পৃথিবী গ্রহ ছেড়ে মহাকাশে ছড়িয়ে পড়ে তবে সেটার জন্য উল্টো বিপদ ঘনিয়ে আসতে পারে পৃথিবীর বুকে।

বিজ্ঞানীদের একাংশের দাবি যদি পৃথিবীর বাইরে সৌরজগতের কোন গ্রহতে অন্য একটি জগত থেকে থাকে তবে, অবশ্যই সেখানে ভিন্ন ধাঁচের প্রাণী রয়েছে এবং পৃথিবী থেকে পাঠানো বার্তা যদি তাদের কাছে পৌঁছায় তবে তারা বুঝতে পারবে সৌরজগতের মধ্যে রয়েছে পৃথিবী নামের একটি গ্রহ যেটি কোন মতেই মানব জাতির পক্ষে ভালো হবে না।

ভবিষ্যতে তাহলে এলিয়েনরা গোটা পৃথিবীতে আক্রমণ চালাতে পারে। নাসার তরফ থেকে বেকন ইন দ্য গ্যালাক্সি নামের একটি বার্তা মহাকাশে পাঠানো হয়েছে।

এই বিষয়ে অক্সফোর্ডের ফিউচার অফ হিউম্যানিটি ইনস্টিটিউটের সিনিয়র বিজ্ঞানী অ্যাডর্স স্যান্ডবার্গ জানিয়েছেন, “এরকম একটি বার্তা পাঠানোর ফলে আগামী ভবিষ্যতে পৃথিবীতে ঘনিয়ে আসতে পারে বিপদ”।