সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

কোনো মেক-আপ ন’য়, বাস্তবেই এই ভাই-বোনের গা’য়ে’র রং গাঢ় সবুজ, কারণ খুঁ’জ’ছে গবেষকরা

কিছুদিন আগে একটি সবুজ কুকুরের খবর পাওয়া গিয়েছিল। এবার সন্ধান পাওয়া গেল সবুজ রঙের মানুষের। তাও আবার একাধিক। ভাই এবং বোন দুজনেরই গায়ের রং সবুজ। কোনো গল্প কথা নয়, বরং বাস্তবে ঘটেছে এমন ঘটনা।

আমরা সাধারণত ত্বকের রঙ সাদা, তামাটে অথবা কালচে দেখতে পাই, কিন্তু সবুজ রঙের মানুষ আজ পর্যন্ত দেখতে পাওয়া যায়নি এ পৃথিবীতে। তবে এটা কিন্তু কোন মেকআপ করা নয় বরং বাস্তবে ঘটে যেমন ঘটনা।

ইংল্যান্ডের সফকের উল্পিট গ্রামে এমন একটি ভাই বোনের সন্ধান পাওয়া গেছে। এই দুই শিশুকে দেখে গ্রামবাসীদের চোখ কপালে উঠে গেছে। চোখ নাক মুখ চেহারার গড়ন আর পাঁচটা শিশুদের মতো হলেও গায়ে রং কিন্তু অস্বাভাবিক সবুজ রঙের। দুই ভাই বোনের কথা প্রথমে গ্রামবাসীরা কেউ বুঝতে পারত না।

আরো পড়ুন: মার্চেই আ’ছ’ড়ে পড়ার প্র’ব’ল সম্ভাবনা ঘূর্ণিঝড়ের! কি বলছে হাওয়া অফিস?

কোন এক অস্বাভাবিক অজানা ভাষায় কথা বলত তারা। পোশাক-আশাক ছিল বড্ড অদ্ভুত। এমনকি খাবার অভ্যাস ছিল সাধারণ মানুষের মতো নয়। দুই ভাইবোন শুধুমাত্র খেত কাঁচা সিম। এইভাবে কিছুদিন চলার পর ভাইটি মারা যায় এবং বেঁচে থাকে বোন।

পরবর্তী সময়ে কন্যাশিশুকে ধীরে ধীরে ইংরেজি ভাষা শেখানোর চেষ্টা করা হয় এবং অন্যান্য খাবার খাওয়ানোর চেষ্টা করা হয়। ধীরে ধীরে মেয়েটির গায়ের রং পরিবর্তন হতে শুরু করে এবং বাকিদের মতো স্বাভাবিক জীবনযাত্রা কাটাতে শুরু করে ওই মেয়েটি। মাঝে মাঝে মেয়েটি বলে, সে এবং তার ভাই সেন্ট মার্টিস ল্যান্ড থেকে এসেছে। এই রাজ্যটি হল মাটির নিচে থাকা এক রাজ্য যেখানে সবার গায়ে রং সবুজ।

প্রথমে অনেকেই এই কথা বিশ্বাস করেননি তবে বহু গবেষক এই বিষয় নিয়ে গবেষণা শুরু করলেও কোনো সদুত্তর পাননি। অনেকে আবার এই ভাই-বোনকে ভিনগ্রহের প্রাণী বলে মনে করেন।