সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

এই শহরে বাসের টিকিট পাওয়া যায় একদম বিনামূল্যে, শুধু এই কা’জটি করলেই মুশকিল আ’সা’ন

লাগবে না কোন বাস ভাড়া। যেখানে ইচ্ছে সেখানেই যেতে পারবেন। তার জন্য কাটতে হবে না কোন টিকিট। অবাক লাগলেও এটাই সত্যি। কিন্তু বাস ভাড়া না দিলেও তার জন্য একটি বিশেষ মূল্য চোকাতে হবে যাত্রীদের। সেই কাজটি সম্পূর্ন করলেই বাসে ভ্রমণ করে দেশের যে কোন প্রান্তে যেতে পারবেন। কোন দেশে এমন বাস যাত্রা ব্যবস্থা করা হয়েছে জানেন? রোমানিয়াতে। রোমানিয়াতে বাসে বিনামূল্যে চাপতে পারবেন যাত্রীরা। তবে তার জন্য তাদের ব্যায়াম করতে হবে। ভিড়মি খাবেন না।

কেবলমাত্র শরীর চর্চা করলেই বিনামূল্যে বাসে চাপতে পারবেন। প্রসঙ্গত দেশের মানুষকে ফিট রাখার জন্যই এই বিশেষ পন্থা অবলম্বন করেছে সরকার। রোমানিয়াতে শরীরচর্চার অনীহা রয়েছে মানুষের। তাদের মধ্যে শরীরচর্চার উৎসাহ বাড়াতে এমন বিশেষ উদ্যোগ গ্রহণ করা হয়েছে। বাসে চাপতে গেলেই করতে হবে নানান রকম শারীরিক কসরত। টিকিট যন্ত্রের সামনে নানান রকম শারীরিক কার্যকলাপ করতে হবে যাত্রীদের।

কে কতক্ষণ চালিয়ে যেতে পারেন এই কার্যকলাপ তা দেখবে এই যন্ত্র। তাছাড়া বাড়িতে থাকাকালীন কে কতটা যোগ ব্যায়াম করেছেন তার সব পরিমাপ বুঝিয়ে দেবে এই টিকিট যন্ত্র।তবেই মিলবে টিকিট। সম্প্রতি সোশ্যাল মাধ্যমে এমনই একটি বাসের টিকিট যন্ত্রের কর্মকাণ্ড ভাইরাল হয়েছে। সেই ভিডিওতে দেখা যাচ্ছে পরপর কুড়ি জন যাত্রীকে বিনামূল্য টিকিট দিল এই যন্ত্র।

আরো খবর: বিদেশযাত্রীদের জন্য রইল বি’রা’ট খবর, এখন থেকে তিনদিনেই মি’ল’বে পাসপোর্ট!

সেই কুড়ি জন যাত্রী বাড়িতে নিয়মিত যোগ ব্যায়াম করেন। তা প্রমাণ করতে পেরেছেন যন্ত্রের সামনে কসরত করে। ২১ তম জন গেলেন আটকে। কারণ তিনি ফাঁকি দিয়েছেন কাজে। রোমানিয়া সরকারের এমন অভিনব চিন্তাধারা দেখে রীতিমত অবাক হয়েছে গোটা পৃথিবী। এমন চিন্তা ধারাকে সাধুবাদ জানিয়েছেন তারা।