সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

বিদেশযাত্রীদের জন্য রইল বি’রা’ট খবর, এখন থেকে তিনদিনেই মি’ল’বে পাসপোর্ট!

আমরা সকলেই জানি বিমান সফর করতে গেলে বিশেষ করে অন্য দেশে যেতে গেলে পাসপোর্ট থাকা মাস্ট। তাই বিদেশে যাওয়ার অনেক আগে থেকেই আমাদের পাসপোর্ট বানানোর প্রস্তুতি নিতে হয়। কারন সকলেই এই পাসপোর্ট বানানো কে একটা লং টাইম প্রসেস বলেই মনে করে। কিন্তু এবার থেকে পাসপোর্ট অনেক কম সময়ের মধ্যেই পাওয়া যাবে বলে জানা যাচ্ছে। এমনকি এমারজেন্সি ক্ষেত্রে ৩ দিনেই পাওয়া যেতে পারে তৎকাল পাসপোর্ট বলেও জানা যাচ্ছে।

কলকাতা রিজিওনাল পাসপোর্ট অফিসার আশিস মিদ্দা জানান যে, ‘‘আমরা তিনদিনেই তৎকাল পাসপোর্ট দেওয়ার চেষ্টা করছি। শীঘ্রই সেই প্রক্রিয়া শুরু হবে। তবে খুব প্রয়োজন না হলে তৎকাল না করে সাধারণ পাসপোর্টের আবেদন করাই ভাল। তাও এখন দিন দশেকের মধ্য়েই স্লট পাওয়া যায়। তৎকাল পাসপোর্টে খরচও হাজার দুয়েক টাকা বেশি লাগে।’’ এছাড়াও তিনি বলেন যে, এখন পাসপোর্ট মেলার আয়োজনও করা হয়েছে। সেখানে গিয়েও পাসপোর্ট করার চেষ্টা করা যেতে পারে।

তিনি আরো বলেন যে সাধারণ মানুষের প্রতি তাঁর আবেদন, কোনও এজেন্সি, ট্রাভেল এজেন্ট, কেউ পাসপোর্ট অফিসের রেজিস্টার্ড নয়। তাই নিজেরা ফর্ম ফিলাপ করে স্লট বুক করে পাসপোর্ট করানোর আবেদন করেছেন সাধারণ মানুষের উদ্দেশে। এছাড়াও পাসপোর্ট বানানোর ক্ষেত্রে পুলিশ ভেরিফিকেশনে অনেক সময় লেগে যায়। যতদিনে সেই ব্যাক্তির বাড়ি পৌঁছোয় পুলিশ, ততক্ষণে বিদেশ চলে যায় সেই ব্যাক্তি আর তাতে করে বাড়ির লোক সমস্যায় পরে যায়।

আরো খবর: এই ৫ রাশির জাতক-জাতিকারা সব’চে’য়ে মি’থ্যু’ক প্রকৃতির, সহজেই বলেন মি’থ্যা ক’থা

আর তাই আশীষ বাবু জানায় কারো আর্জেনসি থাকলে পাসপোর্ট অফিস থেকে বেরিয়ে ওই ব‌্যক্তি কাগজপত্র নিয়ে স্থানীয় থানায় গেলেই পুলিশি ভেরিফিকেশন সঙ্গে সঙ্গে হয়ে যায়। আগে এই প্রক্রিয়াতে অনেকটা সময় লাগত। এখন অনলাইনে কোনও সমস‌্যা নেই তাই চাইলে এই প্রসেস টা খুব অল্প সময়ের মধ্যেই হওয়া সম্ভব। এমনকি করোনাকালে বন্ধ থাকার পর গত শনিবার থেকে ফের চালু হয়েছে পাসপোর্ট আদালত।

বহু মানুষ আছেন, যারা পাসপোর্টের জন‌্য আবেদন করেছিলেন, কিন্তু সঠিক নথি সময়মতো জমা দিতে না পারায় তা ইস্যু করা যায়নি, এক্ষেত্রে আদালত খুলেছে পাসপোর্ট অফিস। তারা তাদের সমস্যা সেখানে জানতে বা জানাতে পারেন বলেও বলেছেন তিনি। তাই এবার থেকে বিদেশ যাত্রা অনেক সহজ হতে চলেছে। এতে যারা এসব ঝক্কির জন্য বিদেশ যেতে চান না তারাও আগ্রহী হবেন বলে মনে করা হচ্ছে।