সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

এই ৫ রাশির জাতক-জাতিকারা সব’চে’য়ে মি’থ্যু’ক প্রকৃতির, সহজেই বলেন মি’থ্যা ক’থা

একটু লক্ষ্য করলেই দেখা যায় এই পৃথিবীতে এমন অসংখ্য মানুষ রয়েছেন যারা কত সহজেই কত অবলীলায় একের পর এক মিথ্যে বলে যায়। অনেকেই আছেন যারা নিজের আখের গুছানোর জন্য মিথ্যার উপর মিথ্যা বলে চলে। মিথ্যে তখনই বলা উচিত যখন সেই মিথ্যেতে কারো ক্ষতি হয়না বরং ভালো হয়।

কারোর মনে আঘাত করে না তেমন মিথ্যেতে কোনও অপরাধ নেই। তবে কোনও কোনও মানুষ থাকেন, যাঁরা কারণে অকারণে প্রায়ই মিথ্যে বলে থাকেন তাদের প্রকৃত মিথ্যুক বলা হয়। ঠিক তেমনি আসুন দেখে নেওয়া যাক জ্যোতিষ অনুসারে কোন কোন রাশির জাতকরা সবচেয়ে মিথ্যেবাদী হয়ে থাকেন।

১. সিংহ রাশি :- এই রাশির জাতকরা একটু আত্মকেন্দ্রিক হয়ে থাকেন। আর তাই সকলের থেকে নিজেকে একটু অন্যরকম দেখতে ও দেখাতে বেশ পছন্দ করেন। আর সকলের চোখে পরার জন্য এরা অন্যের আকর্ষণ ধরে রাখতে মিথ্যে কথা বলেন সিংহ রাশির জাতকরা। তবে এরা মিথ্যে বলায় খুব একটা এক্সপার্ট নন, তাই এদের মিথ্যে অনেক সময় ধরাও পড়ে যায়।

২. বৃশ্চিক রাশি :- প্রকৃত অর্থে মিথ্যুক যাদের বলা হয় সেই ব্যাক্তিরা মূলত এই রাশির জাতকরাই হয়ে থাকে। এরা এতটাই গুছিয়ে মিথ্যে বলতে পারে যে সাধারণ মানুষ চট করে বুঝতে পারবেন না যে এরা মিথ্যে বলছে। আর নিজেদের কথা গুলো যাতে বিশ্বাস করে মানুষ তাঁর জন্য এরা নানা রকমের ভ্রনিতা করতে ছাড়েন না। এরা খুব সহজেই তাই মানুষকে মিথ্যার জালে ফাঁসাতে পারে।

আরো খবর: নতুন বছরে এই রাশিগুলোর বৃহস্পতি একদম তু’ঙ্গে, যেটাতেই হা’ত দেবে সা’ফ’ল্য মি’ল’বে!

৩. তুলা রাশি :- তুলা রাশির জাতকরা মনের দিক থেকে খুব ভালো মানুষ হয়ে থাকে তাই কোনো কথায় কেউ কষ্ট পাবেন বুঝলে তারা সত্যি না বলে মিথ্যার আশ্রয় নেয়। তবু কঠিন সত্যিটা বলে তাদের আঘাত করেন না।

৪. মিথুন রাশি :- এই রাশির জাতক জাতিকাদের মধ্যে বানিয়ে বানিয়ে মিথ্যে বলার ভালোই ক্ষমতা আছে। এরা খুব সহজেই মিথ্যে বলে দেয়। যেকোনো কথা এমন ঘুরিয়ে পেঁচিয়ে বলেন যে সাধারণ মানুষ বুঝে উঠতে পারবেন না কোনটা সত্যি আর কোনটা মিথ্যা। প্রয়োজনে এরা কথা ঘোরানোরও মাস্টার বলেই জানা যায়।

৫. কর্কট রাশি :- এই রাশির জাতকরা আবার একটু অন্য রকমের মিথ্যুক। এই রাশির জাতকদের মধ্যে বাড়িয়ে বাড়িয়ে বলার প্রবণতা দেখা যায়। এতটাই বাড়িয়ে বলেন যে সেটা ধরা পড়ে যাওয়ার ভয়ে মিথ্যে বলতে শুরু করে দেয়। কিন্তু তাদের সব জারিজুরি ঠিক ধরা পরেই যায়।