সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

বিচারপতি গঙ্গোপাধ্যায়ের পথেই হাঁ’ট’লে’ন চাকরিপ্রার্থীরা, ১ দিনেই দা’য়ে’র হ’লো ১৪০০ মা’ম’লা

১ দিনে প্রাথমিকে চাকরি চেয়ে আবেদন ১৪০০ পরীক্ষার্থীর। আরও ২০০০ পরীক্ষার্থী চাকরি চেয়ে আবেদনের পথে। সাম্প্রতিক সময়ে চাকরি প্রার্থনা করে  এত মামলার নজির খুব কম।

বিচারপতি জয় সেনগুপ্ত আবেদনের ভিত্তিতে আজই জরুরি মামলার অনুমতি দিয়েছেন। ২০২০ নিয়োগ প্রক্রিয়ায় চাকরি চেয়ে আদালতে আবেদন। টেট ২০১৪ উত্তীর্ণদের তরফে এই আবেদন করা হয়েছে।

বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় ২০২০ নিয়োগ প্রক্রিয়ায়,৩৯২৯ শূন্যপদে ৭ নভেম্বরের মধ্যে নিয়োগের নির্দেশ দিয়েছেন। যোগ্যতা ও মেধা অনুযায়ী চাকরি দেওয়ার নির্দেশ দেন তিনি। মঙ্গলবার আবেদনের শুনানি বিচারপতি অনিরুদ্ধ রায়ে’র একক বেঞ্চে। ফলে মোট মামলার সংখ্যা ৩ হাজার ছাড়িয়ে যাবে বলে মনে করা হচ্ছে। যেখানে শূন্যপদ ৩৯২৯।

আরো পড়ুন: ব’ড়ো পদক্ষেপ SSC-র, ১৮৩ জন শিক্ষক-শিক্ষিকা চি’হ্নি’ত, এখনো পর্যন্ত ব’র’খা’স্ত ২০

শুক্রবার এই আবেদনগুলির ভিত্তিতে জরুরি মামলা শোনার আর্জি গ্রহণ করেছেন বিচারপতি জয় সেনগুপ্ত। আগামী মঙ্গলবার মামলাটি বিচারপতি অনিরুদ্ধ রায়ের বেঞ্চে শুনানি হতে পারে।

আইনজীবী ফিরদৌস শামিম বলেন, ইতিমধ্যে ১৪০০ মামলা দায়ের হয়েছে। সময়ের অভাবে ১৪০০ মামলা দায়ের করা যায়নি শুক্রবার। বাকিগুলিতেও আদালতের অনুমতি মিলেছে। যোগ্য ও মেধাবীরা চাকরি পাক এমনটা আমার মক্কেলরাও চায়।