সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

আমাদের আফগানিস্তান পাঠানো হো’ক, মহিলা-বাচ্চাদের নি’রা’প’ত্তা সুনি’শ্চি’ত করতে হবে, আ’র্জি ITBP জওয়ানদের

মার্কিন সেনা প্রত্যাহার করার পর থেকেই আফগানিস্তানে তালিবানদের উপদ্রব বেড়ে গিয়েছে। আফগানিস্তানের সাধারণ মানুষ জঙ্গিদের উপদ্রবে রীতিমতো বিধ্বস্ত। জঙ্গিদের প্রতি চরম সংকটে ভুগছেন আফগানিস্তানের সাধারণ মানুষেরা। বিশেষত মহিলা এবং শিশুদের নিরাপত্তা সেই দেশে বিঘ্নিত। এই পরিস্থিতিতে আফগানিস্তানের সাধারণ মানুষকে নিরাপত্তা দিতে ভারত তিব্বত সীমান্ত পুলিশের (Indo-Tibetan Border Police) কিছু জওয়ান সেখানে যাওয়ার জন্য দিল্লি হাইকোর্টে আবেদন জানিয়েছেন।

তবে দিল্লি হাইকোর্ট অবশ্য ভারতীয় সেনা জওয়ানদের এই আবেদন মুহূর্তের মধ্যেই খারিজ করে দিয়েছে। হাইকোর্টের পাল্টা প্রশ্ন, আফগানিস্তানের এমন ভয়াবহ পরিস্থিতি জেনেও ভারতীয় জওয়ানরা কিভাবে সেখানে যাওয়ার ইচ্ছা প্রকাশ করছেন? বিচারক রাজীব সহায় এবং অমিত বনসলের বেঞ্চ শুনানির সময় বলেন, আবেদনকারীদের প্রয়োজনের ভিত্তিতে আইটিবিপির মতো সশস্ত্র বাহিনীর কর্মীদের ভারতের মধ্যে যেকোনো জায়গায় প্রয়োজনানুসারে মোতায়েন করা যেতে পারে।

তবে ভারতের বাইরে অন্য কোনো দেশে তাদের মোতায়েন করার কোনো অধিকার নেই আদালতের হাতে। প্রসঙ্গত উল্লেখ্য, আবেদনকারীরা আগস্ট ২০২০ সালে আফগানিস্তানে ভারতীয় দূতাবাসের নিরাপত্তা কর্মী হিসেবে মোতায়েন ছিলেন। তাদের কার্যকালের মেয়াদ ছিল দুই বছর। কিন্তু তালিবানদের উপদ্রব বেড়ে যাওয়াতে ১৩ই জুন ২০২১-এ তাদের ভারতে ফেরত পাঠিয়ে দেওয়া হয়।

আবেদনকারীদের দাবি, কাবুলে ভারতীয় দূতাবাসে যে সকল মহিলা আর বাচ্চারা রয়েছে তাদের জন্য অতিরিক্ত নিরাপত্তা বাহিনীর প্রয়োজন এই মুহূর্তে। তাদের নিরাপত্তা দিতে তারাই সেখানে যেতে চাইছেন। প্রসঙ্গত উল্লেখ্য, আইটিবিপির একটি ইউনিট আফগানিস্তানের কাবুলে ভারতীয় দূতাবাস এবং কান্দাহারে বাণিজ্যিক দূতাবাসের সুরক্ষায় মোতায়েন রয়েছেন।