সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

সন্তানের উচ্চশিক্ষা নিয়ে আ’র নেই চিন্তা! ক’ম সু’দে ঋণ দি’চ্ছে এই ব্যাংকগুলো

সাধারন মধ্যবিত্ত পরিবারের বাবা ও মা তাদের সন্তানকে উচ্চ শিক্ষা দেওয়ার জন্য আপ্রাণ চেষ্টা করেন। চেষ্টা করেন লোন নিয়ে হলেও তার ছেলেকে বা মেয়েকে পড়াবেন। এই জন্যই ব্যাংক থেকে একটা লোন দেওয়া হয় পড়াশোনার জন্য। যখন কোনও ব্যাঙ্ক বা বেসরকারি আর্থিক সংস্থা থেকে লোন নেওয়া হয়, তখন তাকে শিক্ষা ঋণ বা এডুকেশন লোন বলা হয়। এই লোন ফ্লোটিং রেট রিটেল ঋণের আকারে অনুমোদিত হয়, যা একটি এক্সটার্নাল বেঞ্চমার্কের সঙ্গে যুক্ত হয়।

আর এই এক্সটার্নাল বেঞ্চ মার্ক গুলো হলো বেশিরভাগ ব্যাংকের ক্ষেত্রই রেপো রেট। আর যেহেতু রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া এই রেপো রেট বাড়িয়ে দিয়েছে তাই সুদের হার আগের তুলনায় অনেকটাই বেড়েছে। তবে এখনও বেশ কিছু সরকারি ব্যাংক এখনও কম সুদে লোন দিয়ে যাচ্ছে। সেগুলো হলো :-

১. স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া :- স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়াতে শিক্ষা ঋণের ক্ষেত্রে পড়ুয়াদের একাধিক বিকল্প প্রদান করা হয়। ঋণের পরিমাণ এবং কোর্স অথবা প্রতিষ্ঠানের উপর নির্ভর করে সুদের হার ৭.০৫ শতাংশ থেকে ১০.০৫ শতাংশে ঋণ দেওয়া হয়।

আরো পড়ুন: গণেশ চতুর্থীতে গণপতিকে শুধু এই জিনিসগু’লো নিবেদন করুন, হবে সব ই’চ্ছে পূ’র’ণ

২. সেন্ট্রাল ব্যাঙ্ক অফ ইন্ডিয়া :- এই ব্যাংকে স্টুডেন্ট লোনের ক্ষেত্রে শিক্ষার্থীদের জন্য একাধিক স্কিম চালু করেছে। এই প্রকল্পগুলির সুদের হার ৬.৮৫ শতাংশ থেকে ৯.০ শতাংশ পর্যন্ত হয়। ঋণের পরিমাণ এবং পাঠ্যক্রম বা কোর্স অথবা প্রতিষ্ঠানের উপর নির্ভর করে এই হার পরিবর্তিত হতে থাকে।

৩. ব্যাঙ্ক অফ বরোদা :- ব্যাংকঅফ বরোদাতে আবার স্টুডেন্ট লোনের সুদের হার ৭.৪০ শতাংশ থেকে ১০.৫০ শতাংশ পর্যন্ত হয়। তবে এই ব্যাংকেরও একই রকম নিয়ম রয়েছে। অর্থাৎ এই ব্যাংকেও ঋণের পরিমাণ এবং কোর্স অথবা প্রতিষ্ঠানের উপর নির্ভর করে সুদের হার পরিবর্তিত হতে থাকে। আর সেই বুঝেই লোন দেওয়া হয়।

৪. ইন্ডিয়ান ব্যাঙ্ক :- ইন্ডিয়ান ব্যাংকে পড়াশোনার জন্য ঋণের অর্থরাশি এবং কোর্স অথবা প্রতিষ্ঠানের উপর নির্ভর করে সুদের হার বার্ষিক ৮.২০ শতাংশ থেকে ১০.২০ শতাংশ পর্যন্ত হয়।

৫. ব্যাঙ্ক অফ মহারাষ্ট্র :- এই ব্যাংকের শিক্ষা ঋণের ক্ষেত্রে শিক্ষার্থীদের বার্ষিক ৭.৮০ থেকে শুরু করে ৮.৮০ শতাংশ হারে সুদ প্রদান করতে হয়। আর একই নিয়মে অর্থাৎ ঋণের অর্থরাশি এবং কোর্স অথবা প্রতিষ্ঠানের উপর ভিত্তি করে এই হার পরিবর্তিত হতে থাকে।