সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

বাংলা নতুন বছরে অর্থ-যশ-প্রতিপত্তি বৃ’দ্ধি পা’বে এই রাশিগুলোর, দেখে নিন তালিকায় আপনি আছেন কি না

আর কয়েক দিনের অপেক্ষা তারপরে বাংলায় নববর্ষের সূচনা হতে চলেছে। আরও একটা নতুন বছর দোরগোড়ায় যেদিন ব্যবসায়ীরা তাদের ব্যবসাতে আবার নতুন করে পাড়ি দেবে।

ওইদিন প্রত্যেক ব্যবসায়ীরা নিজেদের ব্যবসার উদ্দেশ্যে লক্ষী সিদ্ধিদাতা গণেশের পুজো করে থাকেন, সাথে সাফল্য লাভ করার জন্য নতুন খাতায় মঙ্গল চিহ্ন স্বস্তিক আঁকেন। এবার আসুন জেনে বাংলা নতুন বছরে মা লক্ষ্মীর প্রবেশ কোন কোন রাশির জীবনে আসতে চলেছে।

১৪ই এপ্রিল হতে চলেছে নববর্ষ উদযাপন এবং ওইদিনই সমগ্র পশ্চিমবাংলার নব বর্ষের অনুষ্ঠানটি আয়োজিত হবে। চৈত্র মাসের শেষের দিন গাজন উৎসব পালন করা হবে এবং যেদিন করা হবে শিবের উপাসনা ওইদিনই মীন রাশি মেষ রাশিতে প্রবেশ করবে। এই দিনে পালিত হবে চড়ক পুজোর যেখানে সন্ন্যাসীরা তাদের শারীরিক কসরত দেখাবে।

আরো পড়ুন: দারুন পরিকল্পনা কেন্দ্রের, এখন স্টার রেটিং দেখেই কি’ন’তে পারবেন পছন্দের গা’ড়ি

এবং তার পরের দিনই হবে পয়লা বৈশাখ যেদিন সমস্ত বাড়ি বাড়ি বিভিন্ন রীতি নীতি প্রচলিত হবে। এই দিন প্রত্যেক ব্যবসায়ীদের ঘরে হবে লক্ষ্মী গণেশ পুজো চলবেই মিষ্টান্ন ভোজন। এইদিন ব্যবসায়ীরা নতুন খাতা খুলবে একে বলা হয় হালখাতা।

এই নববর্ষের দিন থেকে ভাগ্য খুলতে চলেছে মিথুন রাশির।

এই রাশির জাতক-জাতিকাদের বছরটি খুব ভালো কাটবে ব্যবসায়ীদের ক্ষেত্রে প্রচুর আর্থিক সমস্যা হতে পারে কিন্তু সেই সমস্যা ও খুব ভালোমতো কাটিয়ে উঠবেন তারা। এক্ষেত্রে সম্পত্তি পাওয়ার যোগ রয়েছে, আর্থিক উন্নতি ও শুভ।

নতুন বছরে ভাগ্য খুলতে চলেছে সিংহ রাশির। এই বছরে সিংহ রাশির জাতক-জাতিকাদের অনেক সুযোগ-সুবিধা আসবে আর্থিক দিক থেকে, হবে আর্থিক উন্নতি, ব্যবসায়ীরা প্রচুর লাভ করবে তবে শারীরিক ক্ষেত্রে কিছু সমস্যা হলেও তা সময় মত ঠিক হয়ে যাবে।

নতুন বছরের সময় ভালো আছে চলেবে কন্যা রাশির। এই সময়ে কন্যা রাশিতে শুক্র গ্রহ ভালোভাবে অবস্থান করবে, যার ফলে অর্থ প্রাপ্তির যোগ রয়েছে। এই বছরটি কন্যা রাশির জন্য আর্থিক দিক থেকে খুব ভালো।

নতুন বছরটি মকর রাশির ক্ষেত্রে ও ভালো প্রভাব পড়বে, এই সময় মকর রাশির জাতক-জাতিকাদের অর্থ পাওয়ার যোগ রয়েছে। যদি এই রাশির জাতক-জাতিকারা নতুন কোন কাজ শুরু করতে চান তাহলে করতে পারেন। বাড়ির দিক থেকে এই সময় যথেষ্ট শান্তি থাকবে কিন্তু অন্যদিকে ব্যয় হবে প্রচুর।