সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

তবে কি খাচ্ছেন ভে’জা’ল তেল? মালদায় খোঁ’জ মিললো বে’আ’ই’নি তে’ল কারখানার

মালদার চাঁচোলে আবার ভোজ্যতেলের বেআইনি কারখানার হদিস পাওয়া গেল।কান্ডারণের পর এবার হরিশ্চন্দ্রপুরের তুলসিহাটায় ওই বেআইনি তেল কারখানার খোঁজ পেয়েছে পুলিশ। পুলিশ ওই কারখানাতে আচমকা অভিযান চালিয়ে কারখানা থেকে নামী-দামি তেল কোম্পানির স্টিকার, স্টিকার তৈরির মেশিন, ব্লেন্ডিং অর্থাৎ দুরকম ভোজ্য তেল মেশানোর মেশিন সহ আরও কিছু যন্ত্রপাতি উদ্ধার করেছে বলে জানা গিয়েছে।

কারখানা থেকে উদ্ধার করা যন্ত্রপাতি বাজেয়াপ্ত করেছে পুলিশ। পাশাপাশি কারখানা লাইসেন্সেও বেশকিছু গড়মিল খুঁজে পাওয়া গিয়েছে। কারখানার মালিক দিলীপ আগরওয়াল অবশ্য কারখানাটিকে বেআইনি বলে স্বীকার করতে রাজি নন। তবে পুলিশ প্রশাসনের দাবি ওই কারখানাটি বেআইনি। প্রশাসনের নজর এড়িয়ে এতদিন কিভাবে ওই অঞ্চলে বেআইনি তেল কারখানা চলছিল তাই নিয়ে উঠছে প্রশ্ন।

তেলের এই কারখানাটি সম্পর্কে প্রথম পুলিশের কাছে অভিযোগ জানান স্থানীয় বাসিন্দারা। এলাকায় একটি বেআইনি তেলের কারখানা চলছে, অথচ পুলিশ প্রশাসন সব জেনেও চুপ করে রয়েছে। এই মর্মে প্রতিবাদ জানাতে শুরু করেন এলাকার বাসিন্দারা। এর পরেই নড়েচড়ে বসে পুলিশ প্রশাসন। শুক্রবার মহকুমাশাসক সঞ্জয় পালের নেতৃত্বে পুলিশ-প্রশাসন যৌথভাবে ওই কারখানাতে অভিযান চালান।

হরিশ্চন্দ্রপুর-১ ব্লকের BDO অনির্বাণ বসু, চাঁচলের ACMOH জয়ন্ত বিশ্বাস, ফুড সেফটি অফিসার আয়েশা খাতুন ও হরিশ্চন্দ্রপুর থানার পুলিশও এই অভিযানে অংশগ্রহণ করেন। পুলিশ তদন্তে নেমে জানতে পেরেছে বাইরে থেকে ট্যাঙ্কারে করে ওই কারখানায় সর্ষের তেল নিয়ে আসা হয়। তারপর সেই তেল টিনে ভরে তাতে নামী-দামি কোম্পানির স্টিকার লাগিয়ে বাজারে চড়া দামে বিক্রি করা হয়। এছাড়াও সরষের তেলের সঙ্গে অন্য তেল মিশিয়েও বিক্রি করার অভিযোগ রয়েছে কারখানার বিরুদ্ধে।